ভর্তুকি ব্যয় কমছে যেসব খাতে

Author Topic: ভর্তুকি ব্যয় কমছে যেসব খাতে  (Read 629 times)

JEWEL KUMAR ROY

  • Guest
আসন্ন বাজেটে মোট ভর্তুকি ব্যয় কমছে ২ হাজার ৭৯৮ কোটি টাকা। সরকার ধারাবাহিকভাবে বাজেটে আটটি খাতে ভর্তুকি দিয়ে আসছে।

খাতগুলো হচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি), বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশন (বিজেএসসি), খাদ্য ও কৃষি খাত, রফতানি খাত, পাটজাত পণ্যে ভর্তুকি দিয়ে আসছে।

আগামী বাজেটে কৃষি খাতে ভর্তুকি বাবদ বরাদ্দ থাকছে ৯ হাজার কোটি টাকা। চলতি বছরে একই পরিমাণ অর্থ এ খাতে বরাদ্দ রয়েছে। অর্থাৎ কৃষি খাতে ভর্তুকি বাড়ছে না। তবে খাদ্য খাতে ভর্তুকি বাবদ বরাদ্দ থাকছে ১৮শ কোটি টাকা। চলতি বাজেটে এ খাতে বরাদ্দ আছে এক হাজার ৬২০ কোটি টাকা। এ খাতে ভর্তুকি ব্যয় বাড়ছে ১৮০ কোটি টাকা। রফতানি খাতে নগদ সহায়তা বাবদ বরাদ্দ থাকছে আড়াই হাজার কোটি টাকা। চলতি বাজেটে এ খাতে বরাদ্দ আছে তিন হাজার ৩০০ কোটি টাকা। অর্থাৎ আগামী বাজেটে রফতানিতে নগদ সহায়তা কমছে ৮০০ কোটি।

পাটজাত পণ্যে নতুন বাজেটে বরাদ্দ রাখা হয় ৫০০ কোটি টাকা। এ খাতে চলতি বাজেটে বরাদ্দ ছিল ৭০০ কোটি টাকা। পাটজাত দ্রব্যে নগদ সহায়তা কমছে ২০০ কোটি টাকা। ২০১৫-১৬ অর্থ বাজেটে পিডিবির সম্ভাব্য ভর্তুকি ব্যয় বাবদ বরাদ্দ হচ্ছে ৮ হাজার কোটি টাকা। তবে চলতি বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৯ হাজার কোটি টাকা। নতুন বাজেটে পিডিবির ভর্তুকি ব্যয় কমছে এক হাজার কোটি টাকা। এছাড়া বিপিসিকে ভর্তুকি বাবদ বরাদ্দ দেয়া হয় ৮০০ কোটি টাকা। চলতি অর্থবছরে এ খাতে বরাদ্দ আছে ৬০০ কোটি টাকা। আসন্ন বাজেটে বিপিসির ভর্তুকি ব্যয় কমছে ২০০ কোটি টাকা। বিজেএমসিকে ভর্তুকি বাবদ বরাদ্দ দেয়া হয় এক হাজার কোটি টাকা। এ বরাদ্দ চলতি অর্থবছরের তুলনায় ৩০০ কোটি টাকা কম।

অন্যান্য খাতে ভর্তুকি বাবদ ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এক হাজার ৯ কোটি টাকা। এ খাতে প্রস্তাবিত বাজেটে কমছে ৮৭৮ কোটি টাকা।

Offline Md. Alamgir Hossan

  • Hero Member
  • *****
  • Posts: 935
  • Test
    • View Profile
Why do u provide too many posts?

JEWEL KUMAR ROY

  • Guest
To enhance the knowledge