Entertainment & Discussions > Life Style
কেন সুতি কাপড়?
(1/1)
Faruq Hushain:
গ্রীষ্মকালে গরম আর ঘাম থেকে রেহাই পেতে সুতি পাতলা কাপড় পরার পরামর্শ দেওয়া হয়। কিন্তু কেন? কারণটা প্রধানত জৈব রাসায়নিক।
বিজ্ঞানীরা বলছেন, ঘামের উৎকট গন্ধের জন্য আসলে দায়ী কিছু ব্যাকটেরিয়া বা জীবাণু। যেমন কোরাইনেব্যাকটেরিয়াম বা মাইক্রোকক্কাই। এরা সাধারণত বগলের নিচে বা ত্বকের ভাঁজেই লুকিয়ে থাকে এবং ঘামের মধ্যকার ফ্যাটি অ্যাসিড, অ্যামোইনো অ্যাসিড ও হরমোনগুলোকে ভেঙে ছোট ছোট রাসায়নিক উপাদানে পরিণত করে। আর এই জৈব রাসায়নিক উপাদানগুলোই শরীরে দুর্গন্ধ সৃষ্টির জন্য দায়ী।
বিজ্ঞানীরা বলছেন, কৃত্রিম তন্তুর কাপড় বা পোশাক ব্যবহার করলে শরীরে এই জীবাণুগুলো বেশি বেড়ে যায়। কিন্তু সুতি কাপড় পরলে এসব জীবাণুর উপস্থিতি বৃদ্ধির হার কমে যায়। ব্যাখ্যাটা ঠিক কী, তা জানা না থাকলেও এটা সত্যি যে সুতি কাপড়ের মধ্যে বাতাস চলাচল করে ভালো। তাই এটির ব্যবহারে জীবাণু বৃদ্ধির সম্ভাবনা কমে। আর ডিওডোরেন্ট স্প্রে বা সুগন্ধি ব্যবহার করলে দুর্গন্ধ আড়াল হলেও এগুলো কোরাইনেব্যাকটার গোত্রের জীবাণুর বংশ বৃদ্ধিতে সাহায্য করতে পারে। তাই গরমে হালকা সুতোর তন্তুর তৈরি জামা কাপড় পরা সবচেয়ে ভালো।
http://www.prothom-alo.com/life-style/article/506371
Navigation
[0] Message Index
Go to full version