Entertainment & Discussions > Jokes
এক আমেরিকান আর এক বাংলাদেশি
Faruq Hushain:
এক আমেরিকান আর এক বাংলাদেশি একবার বাজি ধরলো যে আমেরিকান
যদি বাংলাদেশির কোন প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে সে ৫০০ ডলার দিবে আর বাংলাদেশি যদি না পারে তাহলে দিবে ৫ ডলার।
আমেরিকানঃ সূর্য থেকে
চাঁদের দুরত্ব কত?
বাংলাদেশি কোন কথা না বলে নিরবে ৫ ডলার দিয়ে দিলো।
বাংলাদেশিঃ পাহাড়ে থাকে কোন প্রানী যার ৩ পা এবং পাহাড় থেকে নামার পরই পা ৪টা হয়ে যায়?
আমেরিকান ২ ঘন্টা ইন্টারনেট ঘাটাঘাটি করে উত্তর না পেয়ে ৫০০ ডলার দিয়ে দিলো। তারপর জিজ্ঞাস করলো উত্তর টা কি?
বাংলাদেশি আবার নিরবে ৫ ডলার দিয়ে দিলো।
mukul Hossain:
fantastic jokes
Nahian Fyrose Fahim:
:)
shirin.ns:
Very Funny.............
sisyphus:
আহ হাহাহা... ভালো ছিল ;D
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version