Concept

Author Topic: Concept  (Read 1066 times)

Offline Mezbah Uddin

  • Newbie
  • *
  • Posts: 6
  • Test
    • View Profile
Concept
« on: June 04, 2015, 05:08:00 PM »
ছায়া মানুষের অবিচ্ছেদ্য অংশ, তবুও মানুষ কেন ছায়াকে ছুঁতে পারে না ? ছায়া আর মানুষের প্রেম অনন্তকালের । কিন্তু অস্পর্শী ছায়াকে না ছুঁতে পারার অভিমান তার সঙ্গীকে কুঁড়ে কুঁড়ে খায় । তাদের এ অভিমান চলতেই থাকে , যার প্রকাশ তাদের কথায়......

 

 


 

তুর্না=>    তুই কি আমার দুঃখ হবি ?

তুই কি আমার শুষ্ক চোখে অশ্রু হবি ?

 

রুহিত=>  হতে আমি রাজি যদি তুই চাস ।

অশ্রুসিক্ত নয়ন আমার, দেখতে কি তুই পাস ?

 

তুর্না=>    তোর অশ্রুসিক্ত নয়নে আমি বইঠা বাইতে চাই,

তুই যদি মোর অশ্রু হবি তো তোকেই আমি চাই ।

 

রুহিত=>  শুধু অশ্রু দিয়েই যায় না বোঝা দুঃখের অনুভূতি ,

সুখেও তো অশ্রুধারা ঝরে আঁকিবুকি ।

পাশাপাশি থাকতে চাইলে থাকুক সুখ-দুঃখ

আমি যে তোর পাশেই থাকব এটাই এখন মুখ্য !!

 

তুর্না=>    তোর চোখে যদি আসে কভু দুঃখের শ্রাবণ-ঢল ,

আমায় শুধু বল.....

আমি চৈত্রের ফাটা মাঠ হব ,

আর শুষে নেব সব জল.....

 

তুই রবি মোর দুঃখে ,

তোর স্পর্শেই অশ্রু বইবে শুষ্ক এ দুই চোখে ,

তোর ভালবাসারই স্তুতি রয় তবু

নিত্য আমার মুখে !!

মোর দুঃখের সাথেই এত কিরে তোর সখ্য ?

তোর পাশেই তো আছি এই আমি ,

সেটাই কি নয় মুখ্য ?

 

রুহিত=>  তুই যে আমার ছায়ার মত দুর্গেশনন্দিনী ,

ভয় করি নাকো পাশে যে তুই দুর্গতিনাশিনী ,

নির্ঝর তোর আঁখি বেয়ে আমি পরতে দেব না জল ।

যা বলবি তাই করব-করতে হবে কি বল ?

লাগবে না তোর কোন ত্রান মোর দুঃখ করতে জল...

আমি যে আছি তোর নিমিত্ত অটল-অবিচল ।

আমার দুঃখ রাখব পুষে তোর দুঃখ মুছতে ,

দেব না তোকে দুঃখ আমায়, যদি না পারিস বুঝতে ।

বুঝিস কিবা না বুঝিস তবু দুঃখ আমার নেই ,

তুই যে আমার স্বপ্নপরী , স্বপ্নে আসে সেই ।

 

তুর্না=>   রাতের আঁধার ছিন্ন করে ,

আসব আমি তোরই ঘরে ,

এক টুকরো স্বপ্ন হয়ে ,

হারিয়ে যাব তোকে নিয়ে-

তোর ছায়াসঙ্গীনী হয়ে......!!

 

রুহিত=>  তুই মোর পরিত্যাজ্য ছায়াসঙ্গীনী !!

অতলান্তে হারিয়ে যাবি তাতো আগে ভাবিনি ।

অস্পর্শী তোকে হারিয়ে খুঁজব আমি ,

তুই যে আমার অন্তর্যামী ।

নির্লিপ্ত সে দৃষ্টিতে তোর ছবিই-

ভাসবে আর কাঁদবে তুইহীনা আমি......!!

 

তুর্না=>   হারাতে চাই না , হারাব না আমি......

তুই ছাড়া যে নিষ্প্রাণ আমি !!

কাঁদতে দেব না , সুহাসিনী আমি ,

আমি তোর চির- ছায়াসঙ্গীনী......!

 

রুহিত=>  বিশাল তোর সামনে দাঁড়িয়ে ক্ষুদ্র আমি ,

তুই যে আমার জীবন পথের অন্তর্যামী ,

তোরে ছাড়া আমি কেমনে বাঁচি একদণ্ড ?

তোর কারনেই ফিরে পাই আমি অচীন পথের ছন্দ ।

তুই যে আমার সকল সময় সকল স্বরের রাগিণী ।

মায়াডোরে মোর বেঁধেছি তোরে ,

তুই যে আমার ছায়াসঙ্গীনী......!!!

 

তুর্না=>   স্রোতহীন এই নদীতে তুই যে স্রোতের জোয়ার তুললি......

নিভে থাকা এই প্রদীপে তুই যে প্রথম আলো জ্বালালি......

তোর দিক-হারা পথে দ্রষ্টা আমি ,

তোরই আমি সেই মনমোহিনী ।

ভালবাসাডোরে বাঁধা পরেছি , আমি তোরই চির-ছায়াসঙ্গীনী.........

 

রুহিত=>  শূন্যতায় পূর্ণতা দেই- এই আমারি ধর্ম ,

ভালবেসেছিস বুঝবি আমায় ভালবাসার কি মর্ম ।

তোর প্রেমেরই মায়ায় পরে লিখছি এখন কাব্য ।

এত কথার ভিড়ে আমি কখন তোকে ভাবব

তোকে নিয়ে আমি করছি তবু সবার কাছে গর্ব ,

তোর হৃদয়েই ঠাই পেয়ে আমি হয়েছি একলব্য......!!

অচীন পথের পাথেয় তুই , তুই যে আমার দিশা ।

তোর শুধা পান করে তবু মিটে না মোর তৃষা ,

চুরি করেছি মন বলে হারাবি না তুই জানি ।

আমার মাঝে তুই একাকার , তুই যে আমার ছায়াসঙ্গীনী......!!

 

তুর্না=>   তোর কাব্যে সম্মোহিত আমি,

তাই ঠিক করেছি জল হব-

তোর তৃষ্ণা মেটাব আমি !!

শব্দ-গুচ্ছ হব-

আর তোর কাব্যে ঠাই করে নিয়ে প্রাণ খুঁজে পাব আমি ,

তোর হৃদয় গহীনে থাকব আমি তোরই হৃদয়-হরিণী ।

আমার মাঝে তুই একাকার , আমি যে তোর ছায়াসঙ্গীনী......!!

 

চল নিরুদ্দেশ হয়ে যাই......

দুজনে মোরা নামহারা পথে পথ যেন খুঁজে পাই ,

তোর কাব্যে সুর তুলে যেন আমি সুখ খুঁজে পাই ,

আঁধার মাড়িয়ে আলো হয়ে আমি দীপ্তি ছড়াতে চাই ,

কেবল তোর হতে আমি চাই......!!!

 

রুহিত=>  এ তো দেখি অন্তের মিল......

অন্তকথার শামিল......

যেখানে দুজনের স্বার্থ এক উদ্দেশ্য অভিন্ন ,

গন্তব্য অবিচ্ছিন্ন......!!

তোর মোহে আজ আমি পুরপুরি আচ্ছন্ন ।

আমাকে আচ্ছাদিত কর , যাতে না পারি হারাতে ,

আর তোর দুঃখ যেন না পারি কভু বাড়াতে.........।

 

 

 

 

 

 

 

রচনায়    :

পপরিনা আফরিন তুর্না

মেহেদী আনাম রুহিত

 

 

 

 

 

 

 

_______******_______