শ্বসনতন্ত্র ও রেচনতন্ত্র

Author Topic: শ্বসনতন্ত্র ও রেচনতন্ত্র  (Read 988 times)

Offline Tofazzal.ns

  • Sr. Member
  • ****
  • Posts: 314
  • Test
    • View Profile
১।শ্বাসনালীর দৈর্ঘ্য  ১০-১৫ সে.মি.

২।প্রাপ্তবয়স্কদের প্রতি মিনিটে শ্বাসের হার  ১৪-১৮ বার (গড়ে ১৬ বার )।

৩।মানুষের শ্বাস নিয়ন্ত্রণ কেন্দ্র –  মেডুলা অব লংগাটার।

৪।ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায় –   কেঁচো।

৫। ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়  – মাছ(পানিতে দ্রবীভূত অক্সিজেন থেকে)।

৬।ব্যাঙ শ্বাসকার্য চালায়  –  ফুলকার সাহায্যে (ব্যাঙাচি অবস্থায়)।

৭।যে জলজ জীব বাতাসে নিঃশ্বাস নেয় –  শুশুক।

৮।মানুষের যে অঙ্গ মূত্র তৈরি করে – কিডনি (বৃক্ক)।

৯।বৃক্কের কার্যকরী  একক  –  নেফ্রন।প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা  –  ১০-১২ লক্ষ।

১০।প্রতিটি কিডনির ওজন  –  ১৫০-১৭০ gm (পুরুষ),১৩০-১৫০ gm (মহিলা)।

১১শরীর হতে বর্জ্য পদার্থ ইউরিয়া বের করে দেয়  –  কিডনি । শরীর হতে এ বর্জ্য পদার্থ অপসারিত হয় – রেচন পক্রিয়ায়। দেহের রেচনতন্ত্রে সহায়তা করে বৃক্ক।

১২। যে সকল খাদ্য খেলে ঘন ঘন প্রস্রাব হয় যেসব খাদ্যকে ডাই-ইউরেটিক্স পদার্থ বলে।যেমন – চা,কফি,এলকোহল, শরবত।

১৩।মানবদেহের যে অঙ্গ নিউমোনিয়ায় আক্রান্ত হয় – ফুসফুস। নিউমোনিয়ার পরোক্ষ কারণ –  গোলকৃমি।

১৪। সার্স রোগ  –  হংকং ভাইরাস নামে পরিচিত। এটি প্রথম দেখা যায় চীনে।

১৫।ইংলিশ রোগ বলা হয় – ক্রনিক ব্রঙ্কাইটিসকে।
Muhammad Tofazzal Hosain
Lecturer, Natural Sciences
Daffodil International University