শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ সংক্রান্ত তথ্য

Author Topic: শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ সংক্রান্ত তথ্য  (Read 1034 times)

Offline Tofazzal.ns

  • Sr. Member
  • ****
  • Posts: 314
  • Test
    • View Profile
** শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ:

১। নিউমোনিয়া, হাঁপানি  : ফুসফুসের রোগ।

২।সার্স (SARS): Severe Acute Respiratory Syndrome, ভাইরাসঘটিত রোগ।

৩। ব্রঙ্কাইটিস : শ্বাসনালীর সংক্রমণ।

৪।ডিপথেরিয়া : ব্যাকটেরিয়াঘটিত রোগ, এতে কণ্ঠনালী ও শ্বাসনালী আক্রান্ত হয়।

** অন্যান্য কিছু রোগ:

৫।গ্লুকোমা : চোখের রোগ।

৬।হিমোফিলিয়া : স্বভাবিক সময়ে রক্ত জমাট না বাঁধা।

৭।ডেঙ্গুজ্বর: ভাইরাসঘটিত রোগ,এডিস মশা এর বাহক।

৮।কুষ্ঠ রোগ: ব্যাকটেরিয়াঘটিত রোগ,শরীরের ত্বক ও স্নায়ুতন্ত্রে আক্রমণ করে।

৯।শ্বেতী /ধবল রোগ: বংশগত একটি রোগ,মেলানিনের ঘাটতি হলে এ রোগ হয়।

১০।সোয়াইন ফ্লু: H1 N1 ভাইরাসঘটিত রোগ।

১১। বার্ড ফ্লু: H5 N1 ভাইরাসঘটিত রোগ।

** কিছু বংশগত রোগ:

১২। শ্বেতী /ধবল,হিমোফিলিয়া, বর্ণাঙ্গতা,রাতকানা, ক্ষীণদৃষ্টি।

** রোগ নির্ণয় সংক্রান্ত কিছু তথ্য:

১৩।ইকোকার্ডিওগ্রাফি: হৃদপিণ্ডের কার্যক্ষমতা ও রোগ শনাক্তকরণের বিশেষ পরীক্ষা।

১৪।পেসমেকার: হৃদপিণ্ডের সংকোচন ও প্রসারণ চালু রাখার যন্ত্র।

১৫।ইসিজি (ECG): হৃদপিণ্ডের স্পন্দনের লেখচিত্র অংকনের যান্ত্রিক ব্যবস্থা।

১৬। সিপিআর(CPR):  Cardiopalmonary Resuscitation, স্থির হৃদপিণ্ড বা শ্বাসযন্ত্রকে পুনরায় চালু করার পদ্ধতি।

১৭।আকু পাংচার: সুঁই ফুটিয়ে রোগের চিকিৎসা পদ্ধতি।

১৮।কেমোথেরাপি : ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি।

১৯।রেডিওথেরাপি :  ক্যান্সারের কোষকে মেরে ফেলার চিকিৎসা পদ্ধতি। বিভিন্ন পরমানুর আইসোটোপ ব্যবহার করা হয়।

২০।  EDD: Expected Date of Delivery অর্থাৎ সম্ভাব্য প্রসবের তারিখ।

২১। স্টেথোস্কোপ : হৃদস্পন্দন / হৃদগতি রেকর্ড করার যন্ত্র।
Muhammad Tofazzal Hosain
Lecturer, Natural Sciences
Daffodil International University