Health Tips > Beauty Tips

সঠিক উপায়ে নখ কাটছেন তো?

(1/1)

Sahadat:
অনেকের হাত ও পায়ের নখ কাটতে গেলে নখের পাশের চামড়া কেটে যায়, নখ ভেঙে যায় কিংবা নখের আকার মনের মতো হয় না। কিছু বিষয় মেনে চললে নখ কাটার এইসব সমস্যা  থেকে আপনি সহজে রেহাই পেতে পারেন।

নখ কাটার সময় ধারালো নেইল কাটার ব্যবহার করুন।  ব্লেড বা ভোঁতা কিছু ব্যবহার করবেন না।
 
নখ খুব বেশি শক্ত হলে কাটার ১০ থেকে ১৫ মিনিট  আগে নখ  পানি দিয়ে ভিজিয়ে নিন।
 
নখ সবসময় সোজাভাবে কাটার চেষ্টা করুন।  নখের কোণা বেশি গভীর করে কাটবেন না।  গভীর করে নখ কাটলে নখের কোণায় ধূলাবালি জমতে পারে। নখ শেইপ করতে চাইলে নখ বড় রাখুন,এবং ভেজা অবস্থায় নখের শেইপ করুন।
 
যাদের নখ ভেঙে যায় তারা প্রতি সপ্তাহে একবার নখ কাটুন। নখ বেশি বড় হলে নখ ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। কখনো দাঁত দিয়ে নখ কাটতে যাবেন না।
 
নখ সবসময় পরিষ্কার এবং শুকনো রাখার চেষ্টা করুন।
 
শিশুদের নখ কাটতে ছোট নেইল কাটার ব্যবহার করুন।

Navigation

[0] Message Index

Go to full version