Bangladesh > Positive Bangladesh

স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখলেন মোদি

(1/1)

Tofazzal.ns:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাভার জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সেই সঙ্গে তিনি বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে রাখা পরিদর্শন বইতেও স্বাক্ষর করেছেন।

স্বাক্ষরের আগে পরিদর্শন বইতে মোদি লিখেন, ‘মাতৃভমির জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী পুরুষ, নারী ও শিশুদের আমি শ্রদ্ধা জানাচ্ছি।’

এর আগে ক্রিম রঙের কোর্তা, চুড়িদার পায়জামা ও ছাই রঙের নেহেরু জ্যাকেট পরিহিত সৌম্য-দর্শন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেলা ১১টা ২০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছেন। সেখানে তাকে স্বাগত জানান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাভারের সাংসদ ডা. এনামুর রহমান, সেনাবাহিনীর নয় পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান, ঢাকার ডিসি মো. তোফাজ্জল হোসেন মিয়া, ঢাকার এসপি হাবিবুর রহমান।

বেলা সাড়ে ১১টায় মোদি স্মৃতিসৌধের মূল বেদীতে বাংলাদেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। পুস্পমাল্য অর্পণের পর শহীদদের স্মরণে কিছুসময় তিনি নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় তিন বাহিনীর সুসজ্জিত একটি দল ভারতের প্রধানমন্ত্রীকে অভিবাদন জানায়। বেজে উঠে বিউগলের করুণ সুর।

সবশেষে প্রথা অনুযায়ী সাভারের স্মৃতিসৌধ প্রাঙ্গণে নরেন্দ্র মোদি উদয়পদ্ম গাছের চারা রোপণ করেন।

Navigation

[0] Message Index

Go to full version