Entertainment & Discussions > Football
বাতিল হতে পারে কাতার ও রাশিয়া বিশ্বকাপ
(1/1)
Md. Alamgir Hossan:
অভিযোগটা পুরোনো। কিন্তু মাথাচাড়া দিয়ে উঠেছে নতুন করে। অভিযোগ উঠেছিলো কাতার ও রাশিয়ার ফুটবল কর্তৃপক্ষ ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য ভোটারদের টাকা দিয়েছিলো। এই অভিযোগের ভিত্তিতেই সম্প্রতি ফিফার উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ফিফার এক উচ্চপদস্থ কর্মকর্তা এ বিষয়ে জানিয়েছেন, ফিফার কাছে এখনো এই অভিযোগের কোনো প্রমাণ আসেনি। যদি আসে এবং যদি তদন্তে তা সত্য প্রমাণিত হয়, তবে বিশ্বকাপ আয়োজনের অধিকার হারাতে পারে কাতার ও রাশিয়া।
উল্লেখ্য অভিযোগে আঙুল উঠছে সেপ ব্ল্যাটারের দিকেও। অভিযোগ উঠেছে, কাতার এবং রাশিয়াকে বিশ্বকাপের আয়োজনের ভার দেওয়ায় সহযোগিতা করেছেন তিনি। সব মিলিয়ে পরিস্থিতি বেশ ঘোলাটে হয়ে গেছে।
কদিন ধরেই ফিফার সদর দপ্তর নানা ঘটনা ও দুর্ঘটনার জন্ম দিয়ে যাচ্ছে। সর্বশেষ ঘটনা ছিলো সেপ ব্ল্যাটারের আরো একবার সভাপতি নির্বাচিত হওয়া এবং মাত্র চার দিনের মাথায় তার পদত্যাগ করা।
Navigation
[0] Message Index
Go to full version