স্মার্টফোনের এই যুগে এখন সকলেরই হাতে হাতে স্মার্টফোন। বিশ্বব্যাপী আবার এসব স্মার্টফোনের বাজারে একচ্ছত্র আধিপত্য বজায় রেখে চলেছে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। স্মার্টফোনের এই রমরমা রাজত্বের যুগে সকলেই চেষ্টা করছে তাদের স্মার্টফোনে নানা ধরনের বাড়তি ফিচার যোগ করার। এর ধারাবাহিকতায় অ্যান্ড্রয়েডের সর্বশেষ যুক্ত হতে যাচ্ছে ‘অন-বডি ডিটেকশন’ নামের বিশেষ ফিচার যার মাধ্যমে ফোনকে আর বার বার আলাদা করে আনলক করতে হবে না। সাধারণভাবে স্মার্টফোনকে সকলেই লক করে রাখেন। মূলত তথ্যের নিরাপত্তার জন্যই লক করে রাখা হয় ফোন। ফলে ফোনটি ব্যবহারের সময় প্রতিবারই আনলক করার দরকার হয়। প্রতিবার এমন করে আনলক করার বদলে ‘অন-বডি ডিটেকশন’ ফিচারের মাধ্যমে স্মার্টফোনটি হাতে থাকলে স্বয়ংক্রিয়ভাবেই আনলক হয়ে যাবে।
এই ফিচার সম্পর্কে জানা গেছে, ব্যবহারকারী তার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি হাতে নিলে বা পকেটে রাখলেও ফোনটির লকস্ক্রিন নিষ্ক্রিয় হয়ে যাবে। অর্থাত্ ফোনটি নিজে থেকেই আনলক হয়ে যাবে এবং ব্যবহারকারী সরাসরি এটি হাতে নিয়েই ব্যবহার করতে পারবেন। অন্যদিকে একে পুনরায় কোথাও রেখে দিলে এটি লক হয়ে যাবে।
মূলত অ্যাকসেলরোমিটার সেন্সরের মাধ্যমে পরিচালিত হবে এই ফিচার। ব্যবহারকারীদের জন্য এটি সুবিধাজনক হলেও ফোন চুরি হলে বা হারিয়ে গেলে তা ফোনের সুরক্ষাকে বাধাগ্রস্ত করবে। কেননা কোনো চোর বা অন্য যে কেউ ফোনটি হাতে নিলেই সেটি আনলক হয়ে যাবে। ফলে এই ফিচারটি সার্বিকভাবে কতটা কাজের হবে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই।