General Category > Common Forum
মারা গেছে সেই অক্টোপাস পল
(1/1)
istiaq:
ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের খেলার সঠিক ফলাফল আগেভাগে বলে দেয়ায় মুখে মুখে ঘুরছিল অক্টোপাস পলের নাম। জার্মানির সেই অক্টোপাসটি মঙ্গলবার মারা গেছে।
জার্মানির বার্তা সংস্থা ডিএপিডি জানিয়েছে, অভারহোসেনের 'সি লাইফ সেন্টার' অ্যাকুরিয়াম কর্তৃপক্ষ প্রাণীটির মৃত্যুর কথা নিশ্চিত করেছে। এই অ্যাকুরিয়ামেই রাখা হয়েছিল পলকে।
অ্যাকুরিয়াম কর্তৃপক্ষও পলের মৃত্যুর কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে।
বিশ্বকাপে জার্মানির সব খেলার সঠিক ফলাফল আগেভাগেই বলেই দিয়েছিল অক্টোপাসটি। এমনকি, নেদারল্যান্ডসকে হারিয়ে স্পেন যে বিশ্বকাপ ঘরে নিয়ে যাবে, সে কথাও আগে জানিয়ে দিয়েছিল পল।
অক্টোপাসটি জন্ম নেয় ইংল্যান্ডের ওয়েইমাউথে, ২০০৮ সালের জানুয়ারিতে। প্রাণীটির বয়স হয়েছিল প্রায় তিন বছর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Tue, Oct 26th, 2010
Shamim Ansary:
Could this Octopus foretell its death?
Junayed:
yes this is also my question
Could this Octopus foretell its death?
Navigation
[0] Message Index
Go to full version