Autistic child & seasor

Author Topic: Autistic child & seasor  (Read 1259 times)

Offline Badshah Mamun

  • Administrator
  • Hero Member
  • *****
  • Posts: 1999
    • View Profile
    • Daffodil International University
Autistic child & seasor
« on: June 28, 2015, 03:31:22 PM »
অটিস্টিক শিশু জন্মের সঙ্গে সিজারের সম্পর্ক নেই


সিজারিয়ান পদ্ধতি বা অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া শিশুর সঙ্গে অটিজমের কোনো সম্পর্ক নেই বলেই দাবি করেছেন আয়ারল্যান্ডের গবেষকেরা। তাঁদের ভাষ্য, অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া শিশুদের অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের (এএসডি) ঝুঁকি বেড়ে যাওয়ার কোনো সম্পর্ক নেই।

এর আগের এক গবেষণায় অটিজমের সঙ্গে সিজারের সম্পর্ক সম্পর্ক রয়েছে বলে গবেষকেরা দাবি করেছিলেন। তবে নতুন গবেষণায় সেই গবেষণার সঙ্গে তথ্যে মিল পাননি গবেষকেরা।
গবেষকেরা বলছেন, অটিস্টিক শিশুর ক্ষেত্রে কিছু অজানা জেনেটিক বা পরিবেশগত কারণে সিজার করার প্রয়োজন হতে পারে। আয়ারল্যান্ডের আইরিশ সেন্টার ফর ফিটাল অ্যান্ড নিওনাটাল ট্রান্সলেশনাল রিসার্চের গবেষকেরা আগের একটি গবেষণার তথ্য পর্যালোচনা করেছেন। ওই গবেষণায় বলা হয়েছিল, সিজারিয়ান পদ্ধতিতে জন্ম নেওয়া শিশুর ক্ষেত্রে ২১ শতাংশের অটিজমের সঙ্গে সংশ্লিষ্টতা থাকতে পারে।
গবেষকেরা অটিস্টিক শিশুদের সহোদরদের ক্ষেত্রেও অটিজমের লক্ষণ দেখা যায় কি না তা নিয়েও পরীক্ষা চালান। তাঁরা ১৩ হাজার ৪০০ সহোদর জন্মদান পদ্ধতির পর্যবেক্ষণ করে দেখেন। যাদের মধ্যে অটিস্টিক শিশুর জন্ম হয়েছে মাত্র একটি। সিজারিয়ান সেকশনের সঙ্গে অটিজমের কোনো সম্পর্ক খুঁজে পাননি বলেই দাবি করেছেন তাঁরা।
মেডিকেল সাময়িকী জেএএমএ সাইকিয়াট্রিতে প্রকাশিত হয়েছে গবেষণা সংক্রান্ত এ নিবন্ধটি।


Source: http://goo.gl/iZ19Fl
Md. Abdullah-Al-Mamun (Badshah)
Senior Assistant Director
Daffodil International University
01811-458850
cmoffice@daffodilvarsity.edu.bd
www.daffodilvarsity.edu.bd

www.fb.com/badshahmamun.ju
www.linkedin.com/in/badshahmamun
www.twitter.com/badshahmamun