IT Help Desk > Internet

ফোর্স টাচ প্রযুক্তি নিয়ে আসছে আইফোন সিক্স এস

(1/1)

sadiur Rahman:
বিশ্বের অন্যতম টেক জায়ান্ট অ্যাপল সামনে আসছে আইফোন সিক্স এস নিয়ে। নতুন এই মডেলে যোগ হয়েছে ফোর্স টাচ প্রযুক্তি, যা এরই মধ্যে তাদের অ্যাপল ওয়াচে ব্যবহার করা হয়েছে। জানা গেছে, খুব জলদি এই সেটের উৎপাদন শুরু হতে যাচ্ছে।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, সেটটি পাওয়া যাবে দুটি মডেলে। একটির ডিসপ্লে ৪ দশমিক ৭ ইঞ্চি এবং অন্যটির ৫ দশমিক ৫ ইঞ্চি। তবে সেটের ডিজাইন ও বাহ্যিক গঠনে তেমন একটা পরিবর্তন আসবে না। এই সেটটিও ডিজাইন করা হয়েছে অনেকটা আইফোন সিক্স এবং আইফোন সিক্স প্লাসের আদলেই।

অবশ্য এর আগে ফোর্বসের একটি প্রতিবেদনে জানা গিয়েছিল, ফোর্স টাচ প্রযুক্তি ছাড়াও আইফোন সিক্স এসের এই মডেলটি আইফোন সিক্স থেকে আরও শূন্য দশমিক ২ মিলিমিটার পুরু, শূন্য দশমিক ১৫ মিলিমিটার লম্বা এবং আংশিকভাবে প্রশস্ত হবে।

যাঁরা অ্যাপলের পণ্যগুলোর মোটামুটি খবর রাখেন, তাঁরা হয়তো ‘ফোর্স টাচ’ সম্পর্কে আগেই জেনেছেন। অ্যাপল ওয়াচে ব্যবহার করার পর এটি বেশ জনপ্রিয়তা এবং সুনাম কুড়িয়েছিল প্রযুক্তিপ্রেমীদের কাছে। এর পর এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে রেটিনা ম্যাকবুক ও রেটিনা ম্যাকবুক প্রোতেও।

সর্বশেষ ফোর্স টাচ জায়গা করে নিল আইফোনের নতুন এই মডেলে। মূলত এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারী কত জোরে ডিসপ্লে এবং ট্র্যাকপ্যাডে চাপ দিচ্ছে, তার ওপর নির্ভর করে বিভিন্ন ফাংশন কাজ করবে ডিভাইসে।

ফোর্বসের রিপোর্টে সেটটি নিয়ে আরো কিছু গুজব জানা যায়। এর মধ্যে রয়েছে রোজ গোল্ডের কেসিং, আরো উন্নতমানের ক্যামেরা এবং অ্যালুমিনিয়াম গ্রেডের ব্যবহার, যা সেটকে আরো শক্তিশালী করবে।

অ্যাপল আশা করছে, চলতি বছরের সেপ্টেম্বরে আইফোন সিক্স এস বাজারে ছাড়তে পারবে তারা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে, এই সেটে থাকবে আইফোনের সর্বশেষ আপডেটকৃত অপারেটিং সিস্টেম আইওস নাইন।
Source:http://www.ntvbd.com/tech/13191/%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%9A-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%86%E0%A6%87%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8-%E0%A6%8F%E0%A6%B8

Navigation

[0] Message Index

Go to full version