Faculty of Engineering > EEE
পিথাগোরাসের সংখ্যা
(1/1)
mostafiz.eee:
পিথাগোরাস সব কিছু সংখ্যা দিয়ে চিন্তা করতেন । যেমন ১ হচ্ছে ঈশ্বরের সংখ্যা , ২ হচ্ছে নারী সংখ্যা , ৩ হচ্ছে পুরুষ সংখ্যা, ২+৩=৫ হচ্ছে বিবাহ সংখ্যা। তো তার এক জন শিষ্য জিজ্ঞাসা করল গুরু বন্ধুত্ব কী। পিথাগোরাস বললেন , ২২০ এবং ২৮৪ এর মধ্যে যে সর্ম্পক তাই বন্ধুত্ব। শুনেত শিষ্যের মাথা খারাপ!!!!!!তখন শিষ্য জিজ্ঞাসা করল কিভাবেঃ
২২০ এর উৎপাদক - ১,২,৪,৫,১০,১১,২০,২২,৪৪,৫৫,১২০,২২০;
২৮৪ এর উৎপাদক - ১,২,৪,৭১,১৪২,২৮৪;
প্রকৃত উৎপাদক কী বুঝ? নিজেকে বাদ দিলে যা থাকে তাই । ২২০ এর উৎপাদক থেকে ২২০ বাদ দিলে কি থাকে - ১,২,৪,৫,১০,১১,২০,২২,৪৪,৫৫,১২০;
আবার ২৮৪ এর উৎপাদক থেকে ২৮৪ বাদ দিলে কি থাকে - ১,২,৪,৭১,১৪২;
এখন বন্ধুত্ব কী!!!!
২২০ এর সকল উৎপাদক যোগ করলে হয় ১+২+৪+৫+১০+১১+২০+২২+৪৪+৫৫+১২০=২৮৪
২৮৪ এর সকল উৎপাদক যোগ করলে হয়
এবং ১+২+৪+৭১+১৪২=২২০
এদের বলে বন্ধুত্ব।
Nahian Fyrose Fahim:
:)
Kazi Taufiqur Rahman:
Nice post. Thanks for sharing.
Navigation
[0] Message Index
Go to full version