IT Help Desk > One in all PC tips
আপনার ল্যাপটপ টিকে বানিয়ে ফেলুন ওয়াইফাই রাউটার ফ্রী তে।
(1/1)
Zahir_ETE:
আজকাল আমরা কম বেশি সবায় জরুরি কাজ মোবাইল বা ট্যাব এ সেরে ফেলি কিন্ত প্রত্যেক ডিভাইসে আলদা করে ইন্টারনেট এর খরচ আমাদের অনেকের পক্ষে চালানো সম্ভব হয় না। তাই আমরা রাউটার এর উপর ভরসা করি। মূল কথায় ফিরে আসি কি ভাবে আপনার ল্যাপটপ টিকে বানাবেন ওয়াইফাই রাউটার ফ্রী তে। তা হল আমাদের ল্যাপটপ এয় ওয়াইফায়
রিসিভার রয়েছে, আমরা এইটিকে ওয়াইফাই সেনডার বানাব, এইটাকে হটস্পট ও বলা হয়ে থাকে। মাই ওয়াইফাই রাউটার সফটওয়্যারটি ব্যবহার করে খুব সহজে ওয়াইফাই হটস্পট বানিয়ে ফেলা যাই কোন জামেলা ছাড়া।
ডাউনলোড লিঙ্ক - এখানে ক্লিক করুন ।
সফটওয়্যারটি সম্পূর্ণ ওপেন সোর্স, এর জন্য কোন ক্রা ক ফাইল কিংবা সিরিয়াল নাম্বারের প্রয়োজন হবে না। সফটওয়্যারটি ইন্সটল করার পর আপনার কাজ হলো আপনার হটস্পটের জন্য একটা নাম এবং পাসওয়ার্ড নির্বাচন করে একটিভেট ফ্রি ওয়াইফাই বাটন প্রেস করা। আসাকরি কোন সমস্যা হবার কারন না আর ব্যবহার করতে কোন সমস্যা হলে আমাকে জানাবেন।
myforum2015:
Sir, where Link....?
Nujhat Anjum:
Thanks for sharing.
Nujhat Anjum:
Thanks for sharing.
sisyphus:
ধন্যবাদ। কানেক্টিফাই প্রো সফটওয়্যারটি বেশ ভালো কাজ করে
Navigation
[0] Message Index
Go to full version