IT Help Desk > IT Forum

Google cardboard বানানোর সহজ পদ্ধতি।

(1/1)

Zahir_ETE:
Google cardboard বানানোর আগে চলুন জেনে নেই,

*Google cardboard কি ?

Recently Invented Virtual reality-র একটি project হল Google cardboard. এই  কার্ড-বোর্ড এর মাধ্যমে  সহজেই  উপভোগ করে নিতে পারেন ভার্চুয়াল রিয়ালিটি এর অনন্য এক সেইরাম অভিজ্ঞতা . এটির মাধ্যমে আপনি virtual 3D-র সম্পূর্ণ স্বাদ নিতে পারবেন। এটি ব্যবহার করতে হলে আপনার একটি smart phone লাগবে যার মধ্যে accelerometer এবং gyroscope sensor  থাকতে হবে। আর কিছু android apps লাগবে।  Google cardboard এর price বাংলাদেশে ১২০০/১৫০০ টাকার মত 

Sonali_Rani:
 Helpful  post.

Navigation

[0] Message Index

Go to full version