IT Help Desk > Android World
আপনার এন্ড্রয়েড ফোন ব্যবহার করুন নতুন ভাবে….
(1/1)
Zahir_ETE:
আজকে আমি আপনাদের পরিচিত করিয়ে দিচ্ছি এক অসাধারন এক এন্ড্রয়েড লান্চার।এই এন্ড্রয়েড লান্চার টি আমার অসাধারন লেগেছে আমি এটি প্রায় ২ বছর ধরে ব্যবহার করছি। আমার দেখা এটি সবচেয়ে ভাল লান্চার। লান্চার টির নাম হচ্ছে Smart Launcher এর সাথে অনেকে হয়তবা পরিচিত। তবে যারা এখন পর্যন্ত ব্যবহার করেননি তারা ব্যবহার করে দেখুন ভাল লাগবে।এতে রয়েছে একগাদা ফিচার যা আপনার ভাল লাগবেই।তাহলে চলুন এক নজরে দেখি কি আছে এতে
১.হোম মেনু থেকেই সকল দরকারী এপস এ প্রবেশ করা যায়।
২.ড্রয়ার গুলোতে বিভাগ অনুযায়ী এপস রাখা যায়।
৩.বিশেষ কোন কনফিগারেশন ছাড়াই এই লাণ্চার ব্যবহার করা যায়।
৪.লাইভ ওয়ালপেপার সমর্থন করে।
৫.পর্দায় দুইবার চাপলে স্ক্রিন বন্ধ হয়ে যায়।
৬.এই লাণ্চার খুব কম পরিমানে র্যাম খায়।
Shahriar Mohammad Kamal:
ভাল ফিচার
Zahir_ETE:
Thanks a lot
Navigation
[0] Message Index
Go to full version