IT Help Desk > Android World
PC/LAPTOP এ android এর গেম খেলুন বা অ্যাপ চালান
(1/1)
Zahir_ETE:
আজ আমি আপনাদের কাছে পিসির জন্য এমন একটি সফটওয়্যার নিয়ে এলাম যা দিয়ে আপনারা আপনাদের pc/laptop এ androoid গেম খেলা বা অন্যান্য অ্যাপ চালাতে পারবেন। আপনারা নিশ্চয় বিশ্বাস ই করতে পারছেন না
। কিন্তু এটাই সম্ভব করে দেখিয়েছে ১৩ mb এর এই সফটওয়্যার টি। আমি অনেকদিন থেকে এটা দিয়ে গেম খেলছি। আজ আপনাদের জন্য শেয়ার করছি।
ANDROID খুব জনপ্রিয় একটি মোবাইল অপারেটিং সিস্টেম। অনেকেই এখনও সিম্বিয়ান অথবা জাভা ANDROID কেনার আশা মনের মধ্যে পুষে রেখেছেন। আপনার ডেক্সটপ আর ল্যাপটপ এখন ANDROID অপারেটিং সিস্টেম চলবে। কিন্তু এটা কোন অপারেটিং সিস্টেম হিসেবে না, এমুলেটর এর মত করে চলবে। তবে আপনি পাবেন ANDROID এর সব মজা। আমি ব্যবহার করেছি তাই বলতে পারি সফটওয়্যার টি চলবে।
মোবাইল ব্যবহার করছেন। এবং একটি সফটওয়্যার টি একটি ফ্রী ওয়্যার। আপনাকে এটি রেজিস্টার করা নিয়ে টেনশন করতে হবে না। অনেক এ সফটওয়্যার টি সম্পর্কে জেনে থাকবেন। যারা জানেন না এখন জেনে নিন।
জানার বিষয়
নিন্মে ২ জিবি রেম লাগবে সফটওয়্যার টি চালাতে!
৮ এমবি এর ইন্সটলার টি ওপেন করার পর ইন্সটল সময়ে windows অনুযায়ি এর ডাটা ডাউনলোড করবে। তাই অবশ্যই ডাটা অন রাখবেন।
আপনার পিসি এর রেম যতই থাকুক এটি ৭০০-৮০০ এমবি রেম ব্যবহার করে।
যদি antivirus ভুলে একে adware ডিটেক করে তবে antivirus কিছু সময়ের জন্য অফ রাখবেন।
http://bit.ly/1MhXcom
Navigation
[0] Message Index
Go to full version