পেনড্রাইভ Bootable করুন ছোট্ট একটি portable সফ্টওয়ার দিয়ে

Author Topic: পেনড্রাইভ Bootable করুন ছোট্ট একটি portable সফ্টওয়ার দিয়ে  (Read 1757 times)

Offline Zahir_ETE

  • Full Member
  • ***
  • Posts: 112
  • Always beleive in Yourself
    • View Profile
আমরা সাধারণত CD/DVD দিয়ে Windows ইন্সটল করে থাকি। তবে পিসির CD/DVD drive নষ্ট হয়ে গেলে  বাধ্য হয়েই bootable pendrive ব্যবহার করতে হয়।আবার অনেকে notebook use করেন তাদের bootable pendrive ব্যবহার না করে উপায় নেই। এজন্যই আমি আজকে windows bootable করার জন্য একটি portable software শেয়ার করব।আর আশা করি অনেকের কাজে লাগবে।আর portable software হওয়ায় ইন্সটল এর কোন ঝামেলা নেই। এর সাহায্যে খুবই সহজে windows  xp,7,8,8.1 bootable করা যাবে।আর এটি একটি  freeware software। তাই আপনাদের licence বা crack ফাইলের কোন প্রয়োজন নেই। সফ্টওয়ারটির নাম Windows to usb lite। আর সাইজটাও মাত্র 1.5 মেগাবাইট। আর bootable করতে পেন-ড্রাইভ ৮ জিবি হলেই চলবে।
১.ডাউনলোড শেষ হলে রার ফাইলটি exact করুন।৫mb এর মত হবে।
২.তারপর সফ্টওয়ারটি প্রথমে run করুন

২.তারপর source type ISO সিলেক্ট করে source path এ ক্লিক করে  আপনার ISO ফাইলটি দেখিয়ে দিন
৩.তারপর start এ ক্লিক করুন

৪.এরপর আপনার পেন-ড্রাইভ ফরম্যা্ট হবে এবং bootable এর কাজ শুরু হবে।
৪.ব্যাস!!আপনার কাজ শেষ। এবার বেশ কিছুক্ষন অপেক্ষা করুন। Bootable তৈরী হয়ে গেলে complete দেখাবে।
Engr. Md. Zahirul Islam
Assistant Professor
Dept. of Electronics and Telecommunication Engineering
Faculty of Engineering
Daffodil International University