১. যদি কেউ আপনাকে বেদখলের হুমকি দেয়, তাহলে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারা অনুযায়ী মামলা করবেন
ক। ৫২ খ। ৫৪ গ।৮ ঘ। ৯
২. বাধ্যতামূলক নিষেধাজ্ঞা কত ধারায় আছে-
ক। ৫৫ খ। ৫৭ গ।৫৪ ঘ। ৫৬
৩. স্থায়ী নিষেধাজ্ঞা কিভাবে মঞ্জুর করা হয়-
ক। আদেশের মাধ্যমে খ। ডিক্রির মাধ্যমে গ। ডিক্রি জারির মাধ্যমে ঘ। কোনটিই না
৪. করিম আপনাকে আপনার বসত বাড়ি থেকে বে-দখল করার হুমকি দেয়, আ ক্ষেত্রে আপনি কি করবেন-
ক। অস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করবেন খ। চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করবেন
গ। বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মামলা করবেন ঘ। ৯ ধারা অনুযায়ী মামলা করবেন।
৫. স্থায়ী নিষেধাজ্ঞা কিভাবে আদালতের মাধমে নিকত চাওয়া হয়-
ক। দরখাস্তের নাধ্যমে খ। আরজির মাধ্যমে গ। আপীলের মাধ্যমে ঘ। কোনটিই নয়।
৬. মামলা শুনানির পর মামলার গুনাগুনের উপর ভিত্তি করে যে ডিক্রি দ্বারা নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় তাকে কি বলে?
ক। চিরস্থায়ী নিষেধাজ্ঞা খ। অস্থায়ী নিষেধাজ্ঞা গ। অন্তর্বর্তীকালীননিষেধাজ্ঞা ঘ। একটিও না।
৭. যখন আদালত বুঝতে পারে যে অধিকার লঙ্ঘনের ফলে আর্থিকভাবে খতিপুরুন পাওয়ার কোন সম্ভবনা নাই, সে ক্ষেত্রে আদালাত-
ক। স্থগিতাদেশ দিবেন খ। অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ দিবেন গ। চিরস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ দিবেন ঘ। আদেশমূলক নিষেধাজ্ঞার আদেশ দিবেন।
৮. বিচার বিভাগীয় কারজক্রমের জটিলতা দূর করিবার জন্য কোন আদেশের দরকার হয়?
ক। স্থগিতাদেশ দিবেন খ। অস্থায়ী নিশেধাঙ্গা আদেশ দিবেন গ। চিরস্থায়ী নিশেধাঙ্গা আদেশ দিবেন ঘ। আদেশমূলক নিসেদ্ঘা আদেশ দিবেন।
৯. অস্থায়ী নিসেধাঙ্গা কোন পর্যায়ে মঞ্জুর করা হয়-
ক। যে কোন পর্যায়ে খ। ডিক্রি প্রদানের পূর্বে গ। রায়ের পূর্বে ঘ। ক+খ।
১০। ৪২ ধারায় কোন প্রকার ঘোষণার কথা বলা আছে-
ক। অধিকার ঘোষণার খ। শাস্তির ঘোষণার গ। মরজারদার ঘোষণার ঘ। একটিও না।
১১. ৪২ ধারা অনুযায়ী কতটি বিষয়ে ঘসনামুলক ডিক্রির মাম্লা করা জায়-
ক। ৩ খ। ৪ গ। ৮। ঘ। ২
১২. কখন আদালত ঘোষণামুলক আদেশ দিবেন না-
ক। ঘোষণার সাথে আনুসঙ্গিক প্রতিকার না চাইলে খ। ঘোষণার সাথে আনুসঙ্গিক প্রতিকার গ। একাধিক ঘোষণা চাইলে ঘ। ক+খ
১২. যদি কেও আপনার স্বত্ব অস্বীকার করে তখন আপনি কি মামলা করবেন?
ক। ৯ ধারায় মামলা করবেন খ। ৪২ ধারায় মামলা করবেন
গ। ৩১ ধারায় মামলা করবেন ঘ। ৪১ ধারায় মামলা করবেন।
১৩. নিরোধক প্রতিকার মঞ্জুর করা আদালতের কি ধরনের খমতা-
ক। ইছাধিন ক্ষমতা খ। বাধ্যতামূলক ক্ষমতা গ। ক্ষমতা নেই ঘ। ক+খ
১৪. নিরোধক প্রতিকার কিভাবে প্রদান করা হয়?
ক। দখল গ্রহনের মাধমে খ। চুক্তি সম্পাদনের মাধমে গ। নিসেদ্গাঙ্গার মাধমে ঘ। খ+গ।
১৫. দলিল বাতিল সম্পর্কে কত ধারায় আছে-
ক। ২৯ খ। ৩৯ গ। ৩১ ঘ। ৯
১৬. রমজান মারা যাবার পর করিম একটি ভুয়া দলিল তৈরি করে তার জমি হিসাবে দাবী করে, এ ক্ষেত্রে রমজানের প্রতিনিধিরা কি করতে পারে?
ক। পুলিশের সরাপন্ন হবে খ। স্বত্ব ঘোষণার মামলা করবে গ। দখল পুনরুদ্ধারের মামলা করবে ঘ। দলিল বাতিলের মামলা করবে।
১৭. কখন আংশিক ভাবে দলিল বাতিলের মামলা করা জায়-
ক। প্রতারনা থাকলে খ। দলিল জাল হলে গ। দলিল ভুয়া হলে ঘ। দলিলটি যদি বিভিন্ন অধিকার/বাধবাধকতার সাক্ষ্য হয়।
১৮. দলিল বাতিল বা রদ করার মামলায় কি প্রমান করতে হবে-
ক। দলিলটি বাতিল বা বাতিলযোগ্য খ। বাতিল না হলে অপুরুনিয় ক্ষতি হবে
গ। ক+খ ঘ। একটিও না।
১৯. লিখিত দলিল বা চুক্তি সংশোধন করার মামলা করা যায় কত ধারা অনুজায়ি-
ক। ৩১ খ। ৩৩। গ। ৩৫ ঘ। ৪১
২০। জাবেদ করিমের কাছে একটি জমি বিক্রি করার চুক্তি করে। ঐ জমি উপর দিয়া হাফিজের পথাধিকার আছে যা সে গোপন রাখে, এখন করিম কি ধরনের মামলা করতে পারে-
ক। দলিল বাতিলের খ। চুক্তি রদের গ। চুক্তি ঘোষণার ঘ। চুক্তি বলবত করনের
২১. কখন দলিল সংশোধনের মামলা করা জায়-
ক। প্রতরনা থাকলে খ। পারস্পরিক ভুল থাকলে গ। ইছাক্রিত ভুল থাকলে ঘ। ক+খ।
২২. কোন চুক্তিটি আদালতের আদেশের মাধমে বাস্তবায়ন করা যায় না-
ক। জমি বিক্রয়ের খ। ছবি আঁকার গ। অভিনয়ের ঘ। খ+গ।
২৩. আবির তার গাছের ডাব বিক্রি করার জন্য মাসুদের সাথে চুক্তিবধ হয়। কিন্তু পরে আবির ডাবগুলো অন্য একজনের কাছে বিক্রয় করার জন্য চুক্তি করে। এ ক্ষেত্রে মাসুদের প্রতিকার কি?
ক। ঘোষণার মামলা করতে পারে খ। দখল উধারের মামলা করবে
গ। চুক্তি বাস্তবায়নের মামলা করবে ঘ। একটিও না।
২৪. ৮ ধারা অনুযায়ী কত দিনের মধে মামলা করতে হবে
ক। ৬ বছরের খ। ১২ বছরের গ। ৬ মাসের ঘ। ৩ বছ্রের।
২৫. ৮ ধারার প্রতিকার কি?
ক। আপীল খ। রিভিও গ। রিভিশন ঘ। ক+খ।
২৬. ৯ ধারার প্রতিকার কি?
ক। আপীল খ। রিভিও গ। রিভিশন ঘ। ক+খ।
২৭। চুক্তি কখন বলবত করা যায় না?
ক। চুক্তিটি প্রকতিগত ভাবে প্রত্যাহার গত খ। আর্থিক ক্ষতি পুরুনে কোন মাপকাঠি নাই
গ। আর্থিক ক্ষতিপুরুন দারা পারজাপ্ত প্রতিকার হয় না ঘ।আর্থিক ক্ষতিপুরুন পাঅয়া যায় না ।
২৮। চুক্তি কখন বলবত করা যায়?
ক। চুক্তিটি প্রকতিগত ভাবে প্রত্যাহার গত খ। আর্থিক ক্ষতিপুরুন দারা পারজাপ্ত প্রতিকার হয় না
গ। আর্থিক ক্ষতিপুরুন দারা পারজাপ্ত প্রতিকার হয় ঘ। কোনটিই না।
২৯। এক বাক্তি অন্য আক বাক্তির সাথে চুক্তি করে একটা বাড়ি বিক্রয়ের জন্য কিন্তু মালিক তা পরে বিক্রয়ের জন্য অস্বীকার করে, আ ক্ষেত্রে ক্রেতার প্রতিকার কি?
ক। বলবতের মামলা করবে খ। সংশোধনের মামলা করবে গ। রদের মামলা করবে ঘ। বাতিলের মামলা করবে।
৩০। যে সব চুক্তি বলবত করা যায় না, তা কত ধারা অনুযায়ী
ক। ২১ খ। ১২ গ। ৪৫ ঘ। ৯
৩১. সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী নিচের কন প্রতিকার দেওয়া জায় না
ক। দখল গ্রহন করে তা প্রত্যাবর্তন খ। কর্তব্য সম্পদাদনে আদেশ প্রদান গ। অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান ঘ। সবগুলোই।
৩২। সুনিদ্রিস্ত প্রতিকার আইনের ৯ ধারা অনুযায়ী দখল উধারে কোন বিষয়গুলো প্রমান করতে হবে?
ক। মালিকানা/স্বত্ব এবং দখল খ। সিমানা গ। দখল ও বেদখল ঘ।মালিকানা/স্বত্ব।
৩৩. ক, খ এর নিকট ১৫০ বিঘা জমি বিক্রি করার জন্য চুক্তিবদ্ধহ হল। কিন্তু পরে দেখা গেল যে ১৩০ বিঘা জমি ক এর মালিকানাধিন এবং বাকি ২০ বিঘা গ মালিক। এবং সে তার এই অংশ দিতে অস্বীকৃতি জানাই। এ ক্ষেত্রে প্রতিকার কি?
ক। খ এর মামলা ক্রমে ক কে উক্ত ১৩০ বিঘা জমি খ এর নিকট হস্তান্তর করার এবং বাকি ২০ বিঘা জমি হস্তান্তর না করার জন্য ক্ষতি পুরুনের আদেশ দেওয়া জেতে পারে
খ। ক এর আবেদন ক্রমে খ কে উক্ত জমির দখল গ্রহন দিয়া চুক্তি অনুসারে ক্রয়মূল্য ক কে অর্পণ করার নির্দেশ দিতে পারে
গ। কোনটিই নয় ঘ। ক+খ।
৩৪. নিচের কোন চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবতের জন্য আদালাত আদেশ দিতে পারে-
ক। যে চুক্তি ভঙ্গ করলে যথেষ্ট আর্থিক খতিপুরুন পাওয়ার সম্ভবনা নাই খ। প্রকৃত ক্ষতি পুরুনের কোন মানদণ্ড নাই। গ। যেখানে আর্থিক ক্ষতি পুরুন পাওয়ার সম্ভবনা আছে ঘ। ক+খ।
৩৫। কখন আদালত স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না-
ক। বাদীর বাক্তিগত স্বার্থ না থাকলে খ। যদি অন্য কোন প্রতিকার পাওয়ার সম্ভবনা থাকে
গ। বিচারিক কার্যক্রমের আধিক্কতা রক্ষা করার জন্য ঘ।