শীর্ষ ধনীদের তালিকায় আবারও শীর্ষে বিল গেটস

Author Topic: শীর্ষ ধনীদের তালিকায় আবারও শীর্ষে বিল গেটস  (Read 1130 times)

Offline Ms Jebun Naher Sikta

  • Full Member
  • ***
  • Posts: 190
  • Test
    • View Profile
বিশ্বের শীর্ষস্থানীয় ধনীদের তালিকায় আবারও শীর্ষস্থানে উঠে আসলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। ফোর্বস ম্যাগাজিন প্রতি বছর এই তালিকা তৈরি এবং প্রকাশ করে থাকে। তালিকায় প্রথম স্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে এসেছেন মেক্সিকোর বিলিয়নিয়ার কার্লোস স্লিম।

ফোর্বস ম্যাগাজিন জানিয়েছে, বিল গেটসের বর্তমানে সম্পদের পরিমাণ ৭৯.২ বিলিয়ন ডলার। গত বছর থেকে এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত তার সম্পদ বেড়েছে মাত্র ৩.২ বিলিয়ন ডলার। এই নিয়ে ১৬ বার শীর্ষ ধনী হিসেবে নির্বাচিত হলেন বিল গেটস।

অন্যদিকে তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা কার্লোস স্লিমের সম্পদের পরিমাণ বর্তমানে ৭৭.১ বিলিয়ন ডলার। তালিকায় কার্লোস স্লিমের পর অবস্থান করছেন ৭২.৭ বিলিয়ন ডলারের মালিক ওয়ারেন বাফেট।

শীর্ষ দশে থাকা অন্যরা হলেন-

    ফ্যাশন ব্র্যান্ড জারা'র প্রতিষ্ঠাতা আমাসিও অর্টেগা (৬৪.৫ বিলিয়ন ডলার)
    ওরাকলের ল্যারি এলিসন (৫৪.৩ বিলিয়ন ডলার)
    শিল্পপতি চার্লস কোচ (৪২.৯ বিলিয়ন ডলার)
    ড্যাভিড কোচ (৪২.৯ বিলিয়ন ডলার)
    ওয়ালমার্টের ক্রিস্টি ওয়ালটন (৪১.৭ বিলিয়ন ডলার)
    জিম ওয়ালটন (৪০.৬ বিলিয়ন ডলার)
    ল'রিয়েলের স্বত্বাধিকারী লিলিয়ান বেটেনকোর্ট (৪০.১ বিলিয়ন ডলার)

তালিকায় আগের থেকে ৫ ধাপ এগিয়ে শীর্ষ বিশে উঠে এসেছেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ৩৩.৪ বিলিয়ন ডলার নিয়ে তিনি আছেন তালিকার ১৬ নম্বরে।

স্ন্যাপচ্যাটের প্রতিষ্ঠাতা ইভান স্পাইগেল সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার হিসেবে তলিকায় স্থান করে নিয়েছেন।

ফোর্বস জানিয়েছে, বর্তমানে বিশ্বে বিলিয়নিয়ার আছেন ১,৮২৬ জন। আর শীর্ষ ২০ ধনীর ১৫ জনই মার্কিন যুক্তরাষ্ট্রের। ফোর্বস আরও জানায়, গত এক বছর সময়ের মধ্যে বিলিয়নিয়ারের সংখ্যা বেড়েছে ১৮১ জন।

Offline Mashud

  • Full Member
  • ***
  • Posts: 237
  • Ideal man
    • View Profile

Offline mostafiz.eee

  • Sr. Member
  • ****
  • Posts: 260
  • Test
    • View Profile