Faculty of Engineering > EEE
নিউটনের বিড়াল
mostafiz.eee:
নিউটন একবার একটা বিড়াল পুষেছিলেন। ইংল্যান্ডে যে ভয়াবহ শীত পড়ে, একথা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য শীত নিবারক বদ্ধ ঘরে বসবাস করত ইংল্যান্ডবাসীরা। তো নিউটনেরও ছিল তেমন এক ঘর। কিন্তু সমস্যা হলো বিড়ালটাকে নিয়ে। তার তো বাইরে যাবার দরকার হয়। তাই বিড়ালটা যাতে বাইরে আসা-যাওয়া করতে পারে এজন্য ঘরের দেয়ালে একটা ছোট্ট ছিদ্র করে দিলেন। এরপর বিড়ালটার একটা বাচ্চা হলো। একসময় সেটাও মায়ের সাথে বাইরে যেতে শুর করল। তখন নিউটনের মনে হলো দুই সাইজের দুটো বিড়ালের জন্য একটা ছিদ্র যথেষ্ট নয়। তো ছোট্ট বিড়াল ছানার জন্য আরেকটা ছিদ্র করলেন। সেটা করার পরই তাঁর মনে হলো, কত বোকামী তিনি করেছেন।
roman:
hahahahaha.............nice joke
abdussatter:
:) :)
myforum2015:
;D ;D ;D ধন্যবাদ।
Kazi Taufiqur Rahman:
Nice post. Thanks for sharing.
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version