Educational > You need to know
Perfact practice makes a man perfect............
(1/1)
bidita:
মুহূর্তে মনে মনে জটিল অংক কষে বিশ্বসেরা অনিরুদ্ধ
আর আট দশটা সাধারণ ছেলের মতো দেখতে অনিরুদ্ধ। তবে নবম শ্রেণীর অনিরুদ্ধের রয়েছে একটি বিশেষ গুণ। আর এ গুণের কারণে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে তার নাম। জটিল জটিল অংক কষতে তার কাগজ কলম লাগে না। আর এ জন্য তার লাগে দু'এক সেকেন্ড। মনে মনে অংক কষার 'আলোহা' (অ্যাবাকাস লার্নি অব হায়ার অ্যারিথমেটিক) প্রতিযোগিতায় দু'বারের বিশ্ব চ্যাম্পিয়ন বহরমপুরের ১৪ বছর বয়সী এ কিশোর। এটি তার জন্মগত গুণ নয়। তিলে তিলে নিজেকে এ ভাবে তৈরি করেছে সে।
অনিরুদ্ধ নিজেই বলছিল মনে মনে অংক কষার শুরুর দিনগুলির কথা।' চতুর্থ শ্রেণীতে পড়ি তখন। স্কুলে একদিন আলোহা থেকে লোক এসেছিলেন। ফোন নম্বর দেখে মা পরে তাদের সঙ্গে যোগাযোগ করে। ভর্তি হয়ে যাই সেখানে'। 'ছোট ছোট যোগ বিয়োগ দিয়ে শুরু। বেশ মজা লাগত। অ্যাবাকাস যন্ত্রের সাহায্যে হিসাব করা। সপ্তাহের সাত দিনের জন্য আলাদা হোমওয়ার্ক। সেগুলি বারবার প্র্যাকটিস করতাম। ৫ মিনিটে ৭০ টা অংক করতে হবে। সময় ধরে নিভর্ুলভাবে সেগুলি করার চেষ্টা করতাম'। আলোহার মনে মনে অংক কষা রপ্ত হওয়ায় স্কুলেও অন্যদের থেকে অনেকটা এগিয়ে যেতে পারছে বলে জানায় আত্মবিশ্বাসী অনিরুদ্ধ।
References: http://ittefaq.com.bd/content/2010/10/21/news0209.htm
Navigation
[0] Message Index
Go to full version