ইউজারের গোপন তথ্য হাতিয়ে নিচ্ছে উইন্ডোজ ১০!

Author Topic: ইউজারের গোপন তথ্য হাতিয়ে নিচ্ছে উইন্ডোজ ১০!  (Read 832 times)

Offline faruque

  • Hero Member
  • *****
  • Posts: 655
    • View Profile
ইউজারের গোপন তথ্য হাতিয়ে নিচ্ছে উইন্ডোজ ১০!




মাইক্রোসফটের সদ্য যাত্রা করা অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ ব্যবহারকারীর গোপন ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রযুক্তি সাংবাদিক এবং ব্লগাররা এ অভিযোগ তুলেছেন।

উইন্ডোজ ১০ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হওয়ার মাত্র দু’দিনের মাথায় এক কোটি ৪০ লাখ বার ডাউনলোড করা হয়েছে। এ ছাড়া উইন্ডোজ-১০’কে অনেকেই বিস্ময়কর, অনবদ্য এবং দারুণ বলে মন্তব্য করতে শুরু করছেন। নতুন এ অপারেটিং সিস্মেম নিয়ে নিয়ে আরো অনেক প্রশংসাসূচক শব্দ বা বাক্যও শোনা যাচ্ছে। এর আগের যে কোনো সংস্করণের চেয়ে নতুন এই উইন্ডোজ অনেক বেশি গতি সম্পন্ন, আরামদায়ক এবং ব্যবহার বান্ধব বলেও শোনা গেছে।

কিন্তু জনপ্রিয় এ নতুন অপারেটিং সিস্টেমের ডিফল্ট বা অন্তর্নিহিত অপরিহার্য ব্যবস্থা হিসেবে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ। বিজিআর নিউজের জাক এস্টেইন বলেন, 'যে সব ফিচারকে প্রাইভেসিবিরোধী বলে মনে করা হচ্ছে তা উইন্ডোজ ১০’এর ডিফল্ট বা অপরিহার্য হিসেবে সংযুক্ত রয়েছে। মাইক্রোসফটের ইমেইল সেবাদানকারী সংস্থা আউটলুকের একাউন্টের মাধ্যমে উইন্ডোজ ১০ ব্যবহার করতে সাইন ইন করতে হয়। এতে ব্যবহারকারীর ইমেইল, কন্টাক্ট এবং ক্যালেন্ডারের সব ডাটা পড়ার সুযোগ পেয়ে যাচ্ছে মাইক্রোসফট।

তিনি নিজ ব্লগে এ বিষয়ে লিখেছেন, ওয়েব ডেভপলার জনাথন পোর্টা। উইন্ডোজ ১০-এর প্রাইভেসিবিরোধী ডিফল্ট তাকে সত্যিই বিস্মিত করেছে। এ ছাড়া তিনি আরো জানান, ব্যবহারকারীরা অবস্থান এবং অবস্থানবিষয়ক ইতিহাসও হাতিয়ে নিচ্ছে এ অপারের্টিং ব্যবস্থা।তিনি আরো বলেন, 'প্রাইভেসিবিরোধী এ ব্যবস্থাকে ডিজএবল বা অকার্যকর করতে হলে অন্তত ১৩টি আলাদা স্ক্রিন এবং পৃথক ওয়েবসাইটকে অকার্যকর করতে হবে। সূত্র : আইআরআইবি

বিডি-প্রতিদিন/২ আগস্ট ২০১৫/শরীফ

- See more at: http://www.bd-pratidin.com/tech-world/2015/08/02/97352#sthash.nb4ctcDL.dpuf