Entertainment & Discussions > Story, Article & Poetry

"A mother in Mannville" একটি অসাধারণ ছোট গল্প

(1/1)

abduarif:
খুব ছোটবেলায় পড়া এই গল্পটা এখনো মনে দাগ কেটে রেখেছে। পড়ার পর অনেকদিন এই গল্পের জগতে বসবাস করেছি। যদিও গল্পের স্থান-কাল-পাত্রের সাথে আমার স্থান-কাল-পাত্রের কোন মিলই ছিল না, কিন্তু তার পরেও গল্পের মধ্যে ঢুকে যেতে কোন অসুবিধা হয়নি। এই কারনেই হয়ত গল্পটা এত ভাল লেগেছিল এবং এখনো লাগে। গল্পটি নিয়ে আর কিছু বলব না, তাতে পাঠকের আগ্রহ হারিয়ে যেতে পারে।

গল্পটা পড়তে পারবেন এক লিংক থেকে ডাউনলোড করেঃ https://rswamy.wikispaces.com/file/view/A%2BMother%2Bin%2BManville.pdf

Navigation

[0] Message Index

Go to full version