Religion & Belief (Alor Pothay) > Hadith
অতীতের সমস্ত গুনাহগুলো মাফের দুআ
(1/1)
habib:
খাবার পর একটি দুয়া আছে,
যেটি পড়লে অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হয় (সমস্ত গুনাহ মানে শুধু সগীরাহ বা ছোট গুনাহগুলো, কবীরাহ বা বড় গুনাহগুলো তোওবা ছাড়া মাফ হয়না। সেইজন্য এই আমলের পাশাপাশি নিয়মিত আন্তরিক তোওবা করতে হবে, যাতে করে প্রতিদিনের সগীরাহ ও কবীরাহ সমস্ত গুনাহর পাপ থেকে পবিত্র থাকা যায়)।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কেউ যদি খাওয়ার পর এই দুআ’ পাঠ করে তাহলে তার পূর্বের সমস্ত গুনাহ্ মাফ করে দেওয়া হবে।”
দুআ’টি হচ্ছে
– ﺍﻟْﺤَﻤْﺪُ ﻟِﻠَّﻪِ ﺍﻟَّﺬِﻱ ﺃَﻃْﻌَﻤَﻨِﻲ ﻫَﺬَﺍ، ﻭَﺭَﺯَﻗَﻨِﻴﻪِ، ﻣِﻦْ ﻏَﻴْﺮِ ﺣَﻮْﻝٍ
ﻣِﻨِّﻲ ﻭَﻻَ ﻗُﻮَّﺓٍ
উচ্চারণঃ আলহা’মদু লিল্লা-হিল্লাযী আত- আ’মানী হা-যা ওয়া রাযাক্বানিহি মিং গাইরি হা’উলিন-মিন্নী ওয়ালা ক্বুওয়্যাতিন।
অর্থঃ সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে এই খাবার খাওয়ালেন এবং এ রিযিক দিলেন যাতে ছিল না আমার পক্ষ থেকে কোনো উপায়, না ছিল কোনো শক্তি- সামর্থ্য।
[আবু দাউদঃ ৪০২৫; তিরমিযীঃ ৩৪৫৮; ইবন মাজাহঃ ৩২৮৫, হাদীসটি সহীহ, শায়খ আল-আলবানী রাহিমাহুল্লাহ, সহীহুত তিরমিযীঃ ৩/১৫৯]
Navigation
[0] Message Index
Go to full version