IT Help Desk > Java Forum

জাভা দিয়ে তৈরি করুন নিউজ টিকেটার

(1/1)

a.k.azad_cse:
প্রাথমিক কথা:

বিভিন্ন নিউজ সাইটে আমরা সাম্প্রতিক নিউজ, তাজা খবর শিরোনামে লেখা স্ক্রল করতে দেখি। এগুলোর বিভিন্ন ইফেক্টে শো করে। যেমন ডান থেকে বাঁ দিকে যাওয়া, টাইপ ইফেক্ট হওয়া ইত্যাদি ইত্যাদি। আমরা ধারাবাহিকভাবে এগুলো শিখব। আজ আমরা শিখব কিভাবে একটি চমৎকার স্টাইলে স্ক্রল করবে।

কাজ শুরু করে দিন:

প্রথমেই আমরা একটি জাভাস্ক্রীপ্ট ফাইল ডাউনলোড করব এখান থেকে।

এটি ডাউনলোড করে যেই পেজে আমরা ইফেক্টটি দেখাব সেই পেজে এটি রাখব। এই ফাইলের মধ্যে নিউজের শিরোনাম এবং লিংক দিতে হবে। এজন্য এটিকে যে কোন টেক্সট এডিটর দিয়ে ওপেন করে আপনার কাংখিত শিরোনাম এবং লিংক দিন। তারপর সেই পেজের যেখানে এই ইফেক্টটি শো করাতে চান সেখানে এই কোডটি দিন।

--- Quote ---
<div id="spage" style="width:650px; height:30px; overflow:hidden;"></div><script language="javascript" charset="utf-8" src="<a class="linkification-ext" href="http://www.daffodilvarsity.edu.bd/newsticketer.js<;/" title="Linkification: http://www.daffodilvarsity.edu.bd/newsticketer.js<;/">http://www.daffodilvarsity.edu.bd/newsticketer.js<;/a>"></script>
--- End quote ---
এটি চাইলে আপনারা ওয়ার্ডপ্রেস বা জুমলাতে ব্যবহার করতে পারবেন। ওয়ার্ডপ্রেসে ব্যবহার করতে হলে এর টেমপ্লেটের index.php এর <?php get_header(); ?> নামককোডটির পরে উপরের কোডটি দিন।




 
আর জুমলার ক্ষেত্রেও এর টেমপ্লেটের index.php ফাইলের সুবিধাজনক স্থানে দিন।

লাইভ ডেমো:

দেখুন এখান থেকে


mhasan:
Good Post and carry on.

Navigation

[0] Message Index

Go to full version