Entertainment & Discussions > Story, Article & Poetry

বিশ্বের সবচেয়ে দামী দশটি হীরা

(1/1)

Faruq Hushain:
বিডিলাইভ ডেস্ক: হীরা যেমনি দূর্লভ তেমনি দামী। এনিয়ে মানুষের মাঝে কৌতূহলেরও অন্ত নেই। পৃথিবীর সবচেয়ে দামী দশটি হীরা এখন শোভা পাচ্ছে বিশ্বের বিখ্যাত সব জাদুঘর এমনকি রাজা রাণীদের মুকুটেও।

কোহিনূর
পৃথিবীর সবচেয়ে বিখ্যাত এবং অমূল্য এই হীরাটির নাম হয়তো আপনারা সবাই জানেন। কোহিনূর নামের ১০৫ ক্যারটের এই হীরাটি আমাদের উপমহাদেশের গর্ব। যদিও এখন এটি বৃটেনের রাণী এলিজাবেথ এর মুকুটে শোভা পাচ্ছে। এটি বিশ্বের সর্ববৃহৎ এবং সবচেয়ে বিশুদ্ধ হীরা।

দযা স্যানকি ডায়মন্ড
হালকা হলুদাভ বর্ণের ৫৫.২৩ ক্যারটের এই হীরাটি অমূল্য। এটি ভারতের মুঘলদের প্রিয় একটি হীরা ছিল।

দ্যা কিউলিনান
দামের দিক থেকে বিশ্বে তৃতীয় হীরা এটি যার মূল্য প্রায় ৪০০ কোটি ডলার। ৩১০৬.৭৫ ক্যারটের এই হীরাটি বিশ্বের দ্বিতীয় বৃহৎ।

দ্যা হোপ ডায়মন্ড
এই হীরাটির মূল্য ৩৫০ কোটি ডলার এবং ৪৫.৫২ ক্যারট ওজন। নীলাভ বেগুনী বর্ণের এই হীরাটি অভিশপ্ত বলে বিখ্যাত।

ডে বিয়ারস সেন্টেনারি ডায়মন্ড
শত কোটি ডলার মূল্যের ২৭৩.৮৫ ক্যারটের এই হীরাটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম এবং সর্ববৃহৎ বর্ণহীন হীরা।

দ্যা স্টেইনমেটজ পিংক
২ কোটি ৫০ লক্ষ ডলার সমমূল্যের এই হীরাটির ওজন ৫৯.৬০ ক্যারট। আকর্ষনীয়  গোলাপী বর্ণের হীরাটি ২৯ মে, ২০০৩ এ মোনাকোতে রাখা হয়।

হুইটেলব্যাচ ডায়মন্ড
৩৫.৫৬ ক্যারটের আকাশী বর্ণের এই হীরাটির মূল্য ১ কোটি ৬৪ লক্ষ ডলার। এর বৈশিষ্ট হলো এতে রয়েছে ১৬টি ধার।

দ্যা হার্ট অব এটার্নিটি
হার্টের আকৃতির এই হীরাটির মূল্য ১ কোটি ৬০ লক্ষ ডলার এবং ৫.৫২৮ গ্রাম। খুবই দূর্লভ নীল বর্ণের এই হীরাটি পাওয়া গিয়েছিল দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার ডায়ামন্ড খনি থেকে।

দ্যা মোসাইফ রেড ডায়মন্ড
এই হীরাটির মূল্য ৭০ লক্ষ ডলার। এটি ১৩.৯ ক্যারটের এবং ২.৭৮ গ্রাম। এটি অন্যান্য বিখ্যাত হীরার চেয়ে আকারে ছোট হলেও লাল বর্ণের হীরকের মধ্যে সবচেয়ে বড়।

দ্যা আলনাট ডায়মন্ড
এই হীরাটির মূল্য প্রায় ৩০ লক্ষ ডলার। এটি ১০১.২৯ ক্যারটের, যা প্রায় ২০.২৫৮ গ্রাম। উজ্জ্বল হলুদ বর্ণের এই হীরাটির নাম রাখা হয়েছে এর মালিক মেজর আলফ্রেড আর্নেস্ট আলনাট এর নামে, যিনি একজন যোদ্ধা এবং খেলোয়ার ছিলেন।

http://www.bdlive24.com

myforum2015:
WOW!!!...Thanks

Navigation

[0] Message Index

Go to full version