Faculties and Departments > Allied Health Science

বাংলাদেশে এক হাজার ডেভেলপার তৈরি করবে গুগল

(1/2) > >>

Lima Rahman:
নিউজ ডেস্ক

আরটিএনএন

ঢাকা: বাংলাদেশে এক হাজার নতুন অ্যান্ড্রয়েড ডেভেলপার তৈরি করবে গুগল। যাদের কম্পিউটার প্রোগ্রামিংয়ে প্রাথমিক ধারণা আছে, তারা প্রশিক্ষণে অংশ নিতে পারবেন।


অংশগ্রহণকারীরা শীর্ষ অনলাইন প্রশিক্ষণ প্রতিষ্ঠান উডাসিটির ২০০ ডলার সমমূল্যের একটি কোর্স করতে পারবেন বিনামূল্যে।


‘অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট ফর বিগেনার্স’ শিরোনামের এক মাসের এ কোর্স শেষে উডাসিটি ও গুগলের আলাদা সনদ দেয়া হবে।


বাংলাদেশে গুগলের এ কার্যক্রম সমন্বয় ও পরিচালনা করছে গুগল ডেভেলপার্স গ্রুপের (জিডিজি) চারটি কমিউনিটি— জিডিজি ঢাকা, জিডিজি সোনারগাঁও, জিডিজি বাংলা এবং উইমেন টেকমেকার।

 

২২ আগস্ট শুরু হচ্ছে এ কোর্সের কার্যক্রম। এখন চলছে নিবন্ধন ও নির্বাচন প্রক্রিয়া।


কোর্সে অংশ নিতে ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করা যাবে। মূলত দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয় থেকে এক হাজার শিক্ষার্থী কোর্সে অংশ নেবে।


অনলাইন প্রশিক্ষণটিকে আরো কার্যকর করতে ওই এক মাসের জন্য আয়োজন করা হবে স্টাডি জ্যামের।


একজন মডারেটরের তত্ত্বাবধানে প্রতিটি স্টাডি গ্রুপে ৩০ জন ডেভেলপার অংশ নেবে।


কোর্স কার্যক্রম অনলাইনে পরিচালিত হলেও কোর্স-সংক্রান্ত সমস্যা ও সমাধান নিয়ে স্টাডি গ্রুপে সপ্তাহে একদিন আলোচনা হবে।


নতুন ডেভেলপারদের মধ্যে কয়েকজনকে স্বনামধন্য প্রযুক্তি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ করে দেয়া হবে।


অ্যান্ড্রয়েড ডেভেলপার তৈরির এ নতুন কার্যক্রম সম্পর্কে বাংলাদেশে গুগলের কান্ট্রি মার্কেটিং কনসালট্যান্ট হাশমি রাফসানজানি বলেন, ‘আমাদের সমাজের অর্থপূর্ণ পরিবর্তন ও প্রভাব আনতে বাংলাদেশে গুগল কমিউনিটির জন্য এটি একটি সুযোগ।


আজ আমরা এক হাজার ডেভেলপারকে শিক্ষাদান করছি, যার মাধ্যমে তারা এগিয়ে যাবে এবং আরো কোটি মানুষকে প্রজ্বালিত করবে।’


এ কার্যক্রম সম্পর্কে গুগল ডেভেলপার গ্রুপ ঢাকার ম্যানেজার ও প্রজেক্টের প্রধান সমন্বয়ক আরিফ নিজামী বলেন, ‘বাংলাদেশে এখন কম্পিউটার প্রোগ্রামিংয়ে অনেকেই খুব ভালো করছে। সেই তুলনায় সেলফোন প্লাটফর্মের জন্য নতুন ডেভেলপার তৈরি হচ্ছে না।


কিন্তু প্রযুক্তি বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সেলফোন অ্যাপসসহ অ্যান্ড্রয়েড প্লাটফর্মে আমাদেরকে আরো সক্রিয় হতে হবে। আর এজন্যই আমাদের এ আয়োজন।


আমরা আশা করছি, এ কার্যক্রমের ফলে দেশে এক হাজার নতুন সার্টিফাইড অ্যান্ড্রয়েড ডেভেলপার তৈরি করা সম্ভব হবে।’

tawhidhp93:
Thanks for the information.
From which website I can apply for myself. I don't find the page to apply from. Will you please give the link of page, where I can directly apply?
Please let me know, Thanks.

Nahian Fyrose Fahim:
Good sign for Bangldesh .

asitrony:
Thanks Google!
Good luck for Bangladesh!!!

Md. Jakaria:
Thanks for informative news.

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version