Faculties and Departments > Allied Health Science
মঙ্গল গ্রহে ‘মহিলা’ আবিষ্কার
(1/1)
Lima Rahman:
নিউজ ডেস্ক
আরটিএনএন
ঢাকা: সোশ্যাল মিডিয়ায় কত বিতর্ক, কত গুঞ্জনই তো চলে। এবার মঙ্গল গ্রহে প্রাণের স্পন্দন তো বটেই, এক মহিলাকেও দেখতে পেল সোশ্যাল মিডিয়া!
নাসার প্রকাশিত দুটি ছবি নিয়েই চলছে গুঞ্জন। তার একটিতে কাঁকড়া এবং অন্যটিতে এক মহিলার অস্তিত্ব নিয়ে জল্পনা শুরু হয়েছে।
নাসা এখনো মঙ্গলে প্রাণের অস্তিত্বের সন্ধান দিতে না পারলেও সোশ্যাল ইউজাররা তা এক রকম নিশ্চিত করে ফেলেছেন!
মঙ্গল গ্রহে প্রাণের স্পন্দন আছে কিনা তা নিয়ে জল্পনা নতুন কিছু নয়। এখন সোশ্যান ইউজারদের জল্পনা, সত্যিই কি কোনো মহিলা আছেন লাল গ্রহে? কে তিনি? তিনি কি পৃথিবীর কেউ? নাকি ভিনগ্রহী প্রাণী?
কেউ একটা মন্তব্য করলে তার পাল্টা মম্তব্যে ভরে যাচ্ছে সোশ্যাল ওয়াল। কেউ কেউ ছবিতে মহিলার আকৃতির ওই বিশেষ প্রাণিকে ‘ভুত’ বলেও মনে করছেন।
তাদের মনে হচ্ছে, ছবিতে ধূসর প্রান্তরে ওই প্রাণীর হাত, মাথা বেশ স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে। ঠিক যেন মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে রয়েছে।
এই ছবিটি ছাড়াও নাসার প্রকাশিত মঙ্গলের আরো একটি ছবি নিয়ে বেশ হৈ চৈ হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে হলুদ রঙের বিস্তীর্ণ পাথুরে অংশের এক কোণে কিছু একটা দেখা যাচ্ছে। সেটাকেই কাঁকড়া বলেই মনে করছেন সোশ্যাল ইউজাররা!
সূত্র: আনন্দবাজার
Saba Fatema:
Interesting.
asitrony:
How come?
anyway, interesting article!
Thanks for the post!!!
myforum2015:
??? ??? ???
Navigation
[0] Message Index
Go to full version