স্ট্রোক চেনার সাত লক্ষণ

Author Topic: স্ট্রোক চেনার সাত লক্ষণ  (Read 1167 times)

Offline Ferdous Khan

  • Newbie
  • *
  • Posts: 36
  • Test
    • View Profile
স্ট্রোক হওয়ার আগে স্ট্রোকের লক্ষণগুলো চিনতে পারলে এবং দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে পারলে রোগীকে মারাত্মক ক্ষতির হাত থেকে বাঁচানো সম্ভব৷ ছবিঘর থেকে জেনে নিন স্ট্রোক চেনার সাতটি লক্ষণের কথা৷

1. মস্তিষ্ক
এক সাথে কয়েকটি লক্ষণের মাধ্যমে স্ট্রোক প্রকাশ পেতে পারে৷ স্ট্রোক হওয়া মানুষদের মধ্যে শতকরা পাঁচজনেরই হাত-পা অবশ বা মুখ বাঁকা হয়ে যেতে দেখা যায়৷ এমনটা স্ট্রোক শনাক্ত করার একটি মোক্ষম লক্ষণ, বলেন ফ্রাইবুর্গ বিশ্ববিদ্যালয় ক্লিনিকের নিউরোলজিস্ট প্রফেসার ডা. কর্নেলিউস ভাইলার৷

2. কথা জড়িয়ে যাওয়া
মস্তিষ্কের রক্ত সঞ্চালন প্রক্রিয়া কোনো কারণে বাধাগ্রস্থ হলে মস্তিষ্কের স্নায়ুকোষ নষ্ট হয়ে যায়৷ একেই স্নায়ু রোগ বা স্ট্রোক বলে৷ হঠাৎ করে যদি কখনও কথা জড়িয়ে যায় বা একটি বাক্য পুরো বলতে কষ্ট হয় অথবা রোগী যা বলতে চাইছেন তা বোঝা না যায়, তবে সেটা স্ট্রোকের লক্ষণ হতে পারে৷ সাধারণত স্ট্রোকের লক্ষণগুলো শরীরের একাংশেই হয়ে থাকে৷

3. হঠাৎ করে ভুলে যাওয়া

কেউ কিছু বলতে চাইছেন, কিন্তু বলার মুহূর্তে আর মনে করতে পারছেন না৷ বা কথা বলার সময় হঠাৎ করেই কথার খৈই হারিয়ে ফেলছেন৷ একেবারে হঠাৎ করে কিছু ভুলে যাওয়া বা মনে করতে না পারাটাও স্ট্রোকের একটি লক্ষণ হতে পারে৷

4. মাথা ঘোরা
শরীর দোলা, মাথা ঘোরা, ভারসাম্য রেখে হাঁটার ক্ষেত্রে অসুবিধা কিংবা দাঁড়ানো অবস্থা থেকে হঠাৎ করে পড়ে যাওয়া বা হোঁচট খাওয়া – এগুলোও স্ট্রোকের লক্ষণ হতে পারে৷ তাই ঘরে বা বাইরে কাউকে এমন অবস্থায় দেখলে, বিষয়টি হালকাভাবে না নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিন, ডাক্তারের কাছে নিয়ে যান৷

5. মাথা ব্যথা
মাথা ঘুরে যাওয়া, বমি বমি ভাব এবং বমি করাও স্ট্রোকের লক্ষণ হতে পারে৷ তবে শুধু এগুলোই স্ট্রোকের লক্ষণ নয়, এর সঙ্গে যদি অন্যান্য লক্ষণ থাকে, একমাত্র তবেই সাবধান হতে হবে৷ অবশ্য কোনো কারণ ছাড়া মাথা ব্যথা হলেও সতর্ক হওয়া প্রয়োজন৷

6. চোখে সমস্যা
স্ট্রোক হওয়ার আগে চোখে নানারকম সমস্যা হতে পারে৷ বেশিরভাগ ক্ষেত্রেই রোগীর মনে হয় যে, তিনি প্রতিটি জিনিস দু’বার করে দেখছেন৷ মাতাল অবস্থায় যেমন হয়, অনেকটা সেরকম৷ স্ট্রোক হলে এক চোখের দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশ কম৷

7. কন্ঠস্বর বের না হওয়া
বেশিরভাগ ক্ষেত্রেই গলার আওয়াজ বা কণ্ঠস্বর বের না হলে তা মস্তিষ্কের টিউমার বা অন্য কোনো সংক্রমণের কারণে হয়৷ আবার হঠাৎ করে মস্তিষ্কে অক্সিজেন কম হলে বা কোনো দুর্ঘটনা অথবা গুরুতর কোনো অ্যালার্জির আক্রমণেও এমনটা হতে পারে৷ আবার স্ট্রোকের কারণও হতে পারে৷ তাই এ লক্ষণগুলো দেখলে দেরি না করে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত৷

Offline Lima Rahman

  • Jr. Member
  • **
  • Posts: 53
    • View Profile
Re: স্ট্রোক চেনার সাত লক্ষণ
« Reply #1 on: August 18, 2015, 06:31:09 PM »
Good post
Lima Rahma

Offline Md. Al-Amin

  • Hero Member
  • *****
  • Posts: 672
  • "Yes"
    • View Profile
Re: স্ট্রোক চেনার সাত লক্ষণ
« Reply #2 on: August 19, 2015, 02:55:37 PM »
Important regarding stroke........