Entertainment & Discussions > Football
মেসির আরেকটি রেকর্ড
(1/1)
Anuz:
এবারের স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিততে না পারলেও একটা রেকর্ড ঠিকই গড়েছেন লিওনেল মেসি। প্রথম খেলোয়াড় হিসেবে এই প্রতিযোগিতার পাঁচটি আসরে গোল করার কীর্তি গড়েছেন অনেকের মতেই বর্তমানের সেরা এই ফুটবলার। ঘরের মাঠ কাম্প নউয়ে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে এবারের প্রতিযোগিতার ফিরতি লেগের ৪৩তম মিনিটে জালে বল জড়িয়ে রেকর্ডটি গড়েন মেসি। এর আগে ২০০৯, ২০১০, ২০১১ ও ২০১২ সালের আসরে গোল করেছিলেন তিনি।
স্প্যানিশ সুপার কাপের সর্বোচ্চ গোলের রেকর্ডটা আগে থেকেই আর্জেন্টিনা অধিনায়কের দখলে। সোমবার রাতে এই প্রতিযোগিতায় নিজের একাদশ গোলটি করেন মেসি। দ্বিতীয় সর্বোচ্চ ৭টি গোল আছে রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার রাউল গনসালেসের।
রেকর্ড গড়া ওই গোলে চার বছর আগে নিজের একটি কৃতিত্বের পুনরাবৃত্তি করার সুযোগও পাচ্ছেন মেসি; এক বছরে ছয়টি প্রতিযোগিতায় গোল করার কীর্তি। এর আগে ২০১১ সালে এটা করে দেখিয়েছিলেন তিনি।
Navigation
[0] Message Index
Go to full version