Religion & Belief (Alor Pothay) > Hajj
হজে নিষিদ্ধ হচ্ছে উট কোরবানি
(1/1)
Karim Sarker(Sohel):
মার্স ভাইরাস সংক্রমণ ঠেকাতে সৌদি সরকার এ বছর উট কোরবানি নিষিদ্ধ করতে যাচ্ছে। এতে হজে অংশগ্রহণকারীরা উট কোরবানি করতে পারবেন না বলে আশঙ্কা দেখা দিয়েছে। খবর আরব নিউজের।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মিডল ইস্ট রেসপাইরেটরি ভাইরাস (মার্স) সংক্রমণে গত ৪৮ ঘণ্টায় সৌদি আরবে তিনজন মারা গেছে ও আরও ১৫ জন আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের ধারণা, এ ভাইরাসের সংক্রমণে উট বড় ভূমিকা রাখে।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ আল-মিরগালানি বলেন, হজের সময় উট কোরবানি নিষিদ্ধ করার ব্যাপারে মক্কার গভর্নরের কার্যালয় ও মক্কা নগর কর্তৃপক্ষের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আলোচনা চলছে। তিনটি পক্ষ কিছু বিষয়ে একমত হলে কয়েক দিনের মধ্যে উট কোরবানি নিষিদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানান তিনি।
তবে উট কোরবানি করতে খুব বেশি আগ্রহী হলে হাজিদের জন্য একটি বিকল্প থাকবে বলে আভাস দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র।
সেক্ষেত্রে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) অথবা আল রাজি ব্যাংকের মতো স্কিমের মাধ্যমে তারা উট কোরবানি করতে পারবেন। কারণ এমন প্রকল্পের মাধ্যমে কোরবানির ক্ষেত্রে হাজিদের সরাসরি উটের সংস্পর্শে আসার সুযোগ কম থাকে।
- See more at: http://www.dailynayadiganta.com/detail/news/48467#sthash.W1L14Pwx.dpuf
Karim Sarker(Sohel):
Plz. see the picture
Navigation
[0] Message Index
Go to full version