Entertainment & Discussions > Story, Article & Poetry
হোম টিউটর
(1/1)
Md. Anwar Hossain:
হোম টিউটর ব্যাপারটি কয়েক বছরে খুব জনপ্রিয়তা পেয়েছে। মূলত এটা গ্রাম অঞ্চলের লজিং মাষ্টারের মডারেট ভার্সন : ব্যাপারটিকে সিনেমার ভাষায় রূপ দিলে হয় "ছাত্র যখন শিক্ষক"
আমি খুব বিওএলওডি মানে বলদ কিছিমের স্টুডেন্ট ছিলাম বলে এই ব্যাপারটির সাথে খুব ভালভাবেই পরিচিত। কত রকমের "ভাইয়া"দের কাছে যে পড়েছি আর "কত রঙ্গ জানোরে ভাইয়া কত রঙ্গ জানো" দেখেছি তার ইয়ত্তা নেই
এদের নিয়ে বিশ্লেষণে কয়েক প্রকারভেদ পেয়েছি। যথা তথাঃ
অভাবী টিউটরঃ এরা সব সময় অভাবে ভোগেন ;) এবং মাস শেষ হবার আগেই এরা মাইনে চাইবেন
খাদক টিউটরঃ এরা পড়াতে এসে যতখানি না মনোযোগ দিবে তার থেকে অধিক মনোযোগ তাদের রান্না ঘরের কাপ পিরিচের টুংটাং শব্দের দিকে ;)
প্রেমিক টিউটরঃ এরা বেশির ভাগ টাইমই গফ/বফের সাথে মোবাইল নিয়ে গুজুর গুজুর করে।
গন্ধ টিউটরঃ এদের গন্ধ টিউটর বলার কারন হল এদের থেকে বেশির ভাগ সময়ই গন্ধ বের হয়। হয় তাদের মুখের গন্ধ নয়তো মোজা বা ঘামের। কারো আবার অতিরিক্ত পারফিউমের
ফাকিবাজ ও গল্পবাজঃ এরা আসবে ১৫ মিনিট দেড়ি করে,যাবে ১৫ মিনিট আগে আর ১৫ মিনিট গল্প করে বাকি সময়টুকু পড়াবে
রোবট টিউটরঃ এদের কাছে সিরিয়াস টপিক্সই হোক আর ফানি কিছুই হোক এরা থাকবে সবসময় গম্ভীর যেন রোবোকপ
টিউবলাইটার টিউটরঃএদের কোন নতুন অংক দিলে ৫ মিনিটের সলিশন ৪৫ মিনিটে ঘাম ছড়িয়ে দিয়ে বলবে," দেখতো, রেজাল্ট মিলছে কিনা " বা করতে গিয়ে পারবেনা পরে বলবে " কাল এসে করে দিব"
বিঃদ্রঃ চুপিচুপি বলি,আমিও এককালে কিছুদিন হোম টিচিং দিয়েছি। পোলাপাইন যে কি নামে ডাকে সেটা উপরওলাই জানে
myforum2015:
;D ;D ;D
Navigation
[0] Message Index
Go to full version