Famous > History
কীভাবে এল পরিবেশমন্ত্রী ?
(1/1)
Lazminur Alam:
এখন পৃথিবীর বিভিন্ন দেশে পরিবেশ বিষয়কে যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখা হয়। সে কারণে এ বিষয়ের দেখভালের জন্য প্রতিটি দেশেই আলাদা মন্ত্রণালয় আছে। কিন্তু পরিবেশ বিষয়ের গুরুত্ব সেই প্রাচীনকালে বুঝতে পেরেছিল চীন। সে কারণে শান যখন চীনের শাসনভার গ্রহণ করেন, তখনই তিনি একজন পরিবেশবিষয়ক মন্ত্রী নিয়োগ দিয়েছিলেন। সময়টা খ্রিষ্টপূর্ব ২২০০ শতকের। তাঁর সময়েই আলাদা বিষয়ে মন্ত্রণালয় গঠিত হয়েছিল। এর মধ্যে ছিল পরিবেশসহ শিক্ষা, কৃষ্টি, পূর্ত ইত্যাদি। পৃথিবীর প্রথম পরিবেশমন্ত্রী কে ছিল জানেন? তাঁর নাম ছিল ইয়েই। তাঁর কাজের পরিধি ছিল পাহাড়-পর্বত, বনভূমি, বৃক্ষরাজি ও প্রাণিকুল। এগুলোর দেখভাল ও সংরক্ষণের দায়িত্ব পুরোপুরিই ছিল ইয়েই সাহেবের অধীনে।
Source: http://www.prothom-alo.com/pachmisheli/article/615487/পরিবেশমন্ত্রী
monirulenam:
thanks for the post
monirulenam:
Thanks
Navigation
[0] Message Index
Go to full version