« on: September 02, 2015, 11:42:06 AM »
প্যারাসিটামল -সর্দি, কাশি, জ্বর, মৃদু থেকে মাঝারি মাত্রার যেকোনো ব্যথা উপশমের জন্য।
সিটিরিজিন বা ডেজলরাটিডিন -সর্দি, হাঁচি, অ্যালার্জি ইত্যাদি নিয়ন্ত্রণের জন্য।
ইসোমিপ্রাজল বা রেনিটিডিন -এসিডিটি, বুক জ্বলা ইত্যাদির জন্য।
অ্যান্টাসিড বা ডমপেরিডন -পেট ফাঁপা, পেটে গ্যাস হওয়া, বদ হজম প্রতিরোধের জন্য।
সিপ্রোফ্লক্সাসিন -আমাশয়, খাদ্যে বিষক্রিয়া বা ফুড পয়জনিং, হঠাৎ ডায়রিয়া ইত্যাদি প্রতিরোধের জন্য। এটি অ্যান্টিবায়োটিক, তাই পূর্ণ কোর্স সেবন করতে হবে।
আইবুপ্রফেন বা ন্যাপ্রোক্সেন -শরীর ব্যথা, অস্থিসন্ধির ব্যথা, আঘাতজনিত ব্যথা নিয়ন্ত্রণের জন্য।
খাওয়ার স্যালাইন -ডায়রিয়া, পানিশূন্যতা, ইলেকট্রোলাইটে অসামঞ্জস্যতা প্রতিরোধের জন্য।
এ ছাড়া কম-বেশি সব বৃদ্ধ রা ই নির্দিষ্ট কোন রোগে ভুগছেন যেমন - উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস , হার্ট এর রোগ । খেয়াল রাখতে হবে তাঁদের সাথে ঔষধ যেন সবসময় থাকে। http://www.kalerkantho.com

Logged
Nahian Fyrose Fahim
Senior Lecturer ( Employee ID# 710001914)
Department of Pharmacy
Daffodil International University
Email: fyrose.ph@diu.edu.bd