Famous > History
কীভাবে এল ফিল্ম ?
(1/1)
Lazminur Alam:
যুক্তরাজ্যের টমাস ওয়েজউড (১৭৭১-১৮০৫) ফিল্ম উদ্ভাবন নিয়ে কাজ করেন ১৮০০ সালের দিকে। ছবি তোলার সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এই ফিল্ম প্রথম তৈরি হয়েছিল কাগজ ও চামড়া দিয়ে। অবাক হচ্ছেন! কাগজ ও চামড়া মিলিয়ে তৈরি হতো পাতলা সাদা এক উপাদান। সেই উপাদানকে নাইট্রেট দিয়ে পরিশোধন করে নিতে হতো। নাইট্রেট দিয়ে পরিশোধনে সাদা উপাদানটি হয়ে ওঠে আলোক সংবেদনশীল। ওই উপাদানটি ক্যামেরায় ব্যবহার করেন ওয়েজউড। সেই প্রথম ফিল্মের সঙ্গে পরিচয় হলো সবার। এই ফিল্ম উদ্ভাবনের প্রায় দুই বছর পর একটি সাময়িকীতে নিবন্ধ লিখে ব্যাপারটি সবার সামনে তুলে ধরেছিলেন উইজউড।
পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে l
http://www.prothom-alo.com/pachmisheli/article/628768/ফিল্ম
Navigation
[0] Message Index
Go to full version