ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রিসভায়

Author Topic: ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রিসভায়  (Read 855 times)

Offline Shah Alam Kabir Pramanik

  • Hero Member
  • *****
  • Posts: 542
  • Test
    • View Profile
ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রিসভায়

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র ওপর ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে বৈঠক সূত্র। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সূত্র জানায়, বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ভ্যাট প্রত্যাহারের বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

সূত্রের বরাতে একই খবর দিচ্ছে বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলও।

এদিকে মন্ত্রিসভায় ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্তে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. আসাদুজ্জামান রনো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন।