দেশে সাক্ষরতার হার ৪ শতাংশ কমেছে। দেশে সাক্ষরতার হার ৬১ শতাংশ বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। আগামী ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে রোববার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানিয়েছেন।
পরিসংখ্যান ব্যুরোর জরিপে ২০১৩ সালে সাক্ষরতার এই হার নির্ধারণ করা হয়েছে। গতবছর সাক্ষরতা দিবসে মন্ত্রী জানিয়েছিলেন, বাংলাদেশে সাক্ষরতার হার ৬৫ শতাংশ। মোস্তাফিজুর রহমান জানান, বাংলাদেশে পাঁচ থেকে নয় বছর বয়সীদের সাক্ষরতার হার ১৬.৪৩ শতাংশ। ১০ থেকে ১৪ বছর বয়সীদের সাক্ষরতার হার ৬৭.৩৮ শতাংশ। ১৫ থেকে ১৯ বছর বয়সীদের সাক্ষরতার হার ৮২.১৭ শতাংশ। ২০ থেকে ২৪ বছর বয়সীদের সাক্ষরতার হার ৭৫.০৯ শতাংশ এবং ১৫ থেকে ২৪ বছর বয়সীদে সাক্ষরতার হার ৭৮.৬৩ শতাংশ।
মন্ত্রী জানান, দেশে সাত বছরের বেশি বয়সীদের মধ্যে সাক্ষরতার হার ৫৪.১৯ শতাংশ, ১৫ বছরের বেশি বয়সীদের মধ্যে ৫৯.৮২ শতাংশ এবং ২৫ বছরের বেশি বয়সীদের মধ্যে ৫২.৭৫ শতাংশ মানুষ সাক্ষর। সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মেছবাহ উল আলমসহ মন্ত্রণালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।