অলিম্পিয়াড দাবায় বাংলাদেশের ড্র

Author Topic: অলিম্পিয়াড দাবায় বাংলাদেশের ড্র  (Read 2237 times)

Offline abdussatter

  • Sr. Member
  • ****
  • Posts: 373
  • Test
    • View Profile
 নরওয়ের ট্রমসে চলমান ৪১ তম বিশ্ব অলিম্পিয়াড দাবায় শুরুটা ভাল করতে না পারলেও ভাল ভাবেই ঘুরে দাড়িয়েছিল বাংলাদেশ। প্রথম রাউন্ডে হারের পর দ্বিতীয় রাউন্ডে জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশের দাবাড়ুরা। তবে পরের রাউন্ডে এবার ড্র করল বাংলাদেশ দল। দ্বিতীয় রাউন্ডের ওপেন সেকশনে চিলিকে ৩-১ সেটে হারালেও বাংলাদেশ তৃতীয় রাউন্ডে বেলজিয়ামের সাথে ২-২ সেটে ড্র করেছে। বেলজিয়ামের বিপক্ষে বাংলাদেশের গ্রান্ড মাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মাস্টার মিনহাজ আহম্মেদ সাগর নিজ নিজ খেলায় হেরে গেছেন। তবে গ্রান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব এবং গ্রান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ জয় তুলে নিয়েছেন প্রতিপক্ষের বিপক্ষে। টুর্নামেন্টে বাংলাদেশ খেলছে ৫৫ নং সিডেড দল হিসাবে। আর অন্য দিকে বেলজিয়ামের সিডেড স্থান ৪৫ তম। প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে বাংলাদেশের গ্রান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব পরাজিত করেন বেলজিয়ামের গ্রান্ড মাস্টার মিশেল বার্টকে । আরেক ম্যাচে বাংলাদেশের গ্রান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ হারিয়েছেন বেলজিয়ামের আন্তর্জাতিক মাস্টার ডক্স স্টিফানকে । অন্যদিকে বাংলাদেশের আরেক গ্রান্ড মাস্টার জিয়াউর রহমান হেরে গেছেন বেলজিয়ামের উইনাটেস লুসের কাছে । আর আন্তর্জাতিক মাস্টার মিনহাজ আহম্মেদ সাগর হেরেছেন বেলজিয়ামের রিংগিয়র টাংগির কাছে । এ দুজন পরাজিত হওয়ায় ২-২ সেটের ড্র নিয়ে পয়েন্ট ভাগাভাগি করে উভয় দল। অন্যদিকে মহিলা দল টুর্নামেন্টে শ্রীলঙ্কার সাথে ৩-১ সেটে জয় পেয়েছে। পরবর্তি রাউন্ডে বাংলাদেশ ওপেন টিম খেলবে ইউক্রেইনের বিপক্ষে এবং মহিলা দলের প্রতিপক্ষ সুইজারল্যান্ড।
(Md. Dara Abdus Satter)
Assistant Professor, EEE
Mobile: 01716795779,
Phone: 02-9138234 (EXT-285)
Room # 610