Religion & Belief (Alor Pothay) > Hadith
‘হাশরের দিন তার মুখে আগুনের লাগাম লাগানো হবে’
(1/1)
Lazminur Alam:
হযরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যদি কোন ব্যাক্তিকে শরীয়তের কোন মাসআলা জিজ্ঞেস করা হয়, আর সে ব্যক্তি জানা সত্ত্বেও উত্তর না দেয়, তবে হাশরের দিন তার মুখে আগুনের লাগাম লাগানো হবে। আল্লাহ্ তায়ালা তাকে জ্ঞান দিয়েছিলেন কিন্তু সে তা মুখে প্রকাশ করেনি, সে জন্য তাকে এ শাস্তি দেয়া হবে।
হযরত সুহাইল (রা.) তার পিতা হযরত মা’আয (রা.) থেকে বর্ণনা করেছেন, নবী করীম (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি ক্ষমতা থাকা সত্ত্বেও দুর্বলের সাথে রাগ দেখায়নি, আল্লাহ্ তায়ালা হাশরের দিন তাকে সকলের সামনে ডেকে উপস্থিত করতঃ এখতিয়ার দেবেন যে, বেহেশতের হুর থেকে যে হুর তোমার পছন্দ হয় তাকে বেছে নিতে পার।
কারণ ক্ষমতা থাকা সত্ত্বেও তুমি দুনিয়াতে রাগ দেখাওনি কাজেই আজকে তোমাকে এ পুরুস্কার দেয়া হল।
Navigation
[0] Message Index
Go to full version