Entertainment & Discussions > Cricket
ক্রিকেটার না হলে সৈনিক হতেন ধাওয়ান
(1/1)
Shah Alam Kabir Pramanik:
ক্রিকেটার না হলে কি হতেন? এমন প্রশ্নে নানা জনে নানা জবাব দেন। নানা জনের নানা স্বপ্ন থাকে। ক্রিকেটারদের প্রশ্নটা করলেও জবাব আসবে ভিন্ন ভিন্ন। কিন্তু এই প্রশ্নটা করুন ভারতের ওপেনিং ব্যাটসম্যান শিখর ধাওয়ানকে। তিনি জবাব দিতে সময় নেবেন না। বলবেন, "ক্রিকেটার না হলে সৈনিক হতাম।"
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ছবি পোস্ট করেছেন ধাওয়ান। সেখানে তাকে দেখা যাচ্ছে কয়েকজন আর্মির সাথে। ধাওয়ান লিখেছেন, "আমি ক্রিকেটার না হলে সৈনিক হতাম। তারা আমার প্রেরণা। তাদের জন্য আমার অনেক শ্রদ্ধা।"
২৯ বছরের ধাওয়ান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য ফিট হয়েছেন। তিনি ভুগছিলেন হাতের ইনজুরিতে। শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্ট খেলার সময় হাতে ফ্র্যাকচার হয় তার। এরপর বাকি দুই টেস্ট খেলতে পারেননি। ফিরে আসেন দেশে। পুনর্বাসন প্রক্রিয়া শেষে বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে তিন দিনের ম্যাচ দিয়ে ক্রিকেটে ফেরেন তিনি। ব্যাঙ্গালোরে ভারত 'এ' দলকে নেতৃত্ব দেন ধাওয়ান। আর তার দলের একমাত্র ইনিংসে খেলেন ১৫০ রানের ইনিংস। ক্যারিয়ারে ১৫ টেস্ট খেলেছেন তিনি। চার সেঞ্চুরিতে ১১৫৮ রান করেছেন। ওয়ানডে খেলেছেন ৬৪টি। আট সেঞ্চুরিতে তার রান ২৬৬৫। - See more at: http://www.kalerkantho.com/online/sport/2015/10/02/274541#sthash.FhOngGGf.dpuf
Navigation
[0] Message Index
Go to full version