প্রথমবারের মতো কোন ল্যাপটপ বাজারে আনার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। ১৩.৫ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে সমৃদ্ধ 'সারফেস বুক' নামের এই ল্যাপটপ ম্যাকবুক প্রো'র তুলনায় দ্বিগুণ শক্তিশালী, এমনটাই দাবী করেছে মাইক্রোসফট।
ল্যাপটপটিতে আছে দুটি আলাদা প্রসেসর, ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড। এর অন্যান্য বৈশিষ্ট্য অনেকটাই সারফেস প্রো ট্যাবের মতোই। এর ডিসপ্লে আলাদা করে ট্যাব হিসেবে ব্যবহার করা যাবে। এছাড়া কীবোর্ডের সাথে ডক হিসেবে যুক্ত করে কাজ করা যাবে। আর আলাদা সারফেস পেন স্টাইলাস ব্যবহারের সুবিধা তো থাকছেই। ল্যাপটপটিতে আছে ইন্টেলের স্কাইলেক গ্রুপের ষষ্ঠ প্রজন্মের কোর আই৫ ও কোর আই৭ প্রসেসর। আছে এনভিডিয়া জিফোর্স জিপিইউ, ১৬ গিগাবাইট পর্যন্ত ডিডিআর৫ র্যাম, ১ টেরাবাইট স্টোরেজ প্রভৃতি ফিচার। আকর্ষণীয় ডিজাইনের এই ল্যাপটপে আরও আছে দুটি ইউএসবি ৩.০ পোর্ট। একবার চার্জ দিলে টানা ১২ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে সারফেস বুক। এতক্ষণে নিশ্চয় বুঝে গেছেন মাইক্রোসফট কেন এই ল্যাপটপটিকে ম্যাকবুক প্রো'র তুলনায় দ্বিগুণ শক্তিশালী বলেছে। কাল থেকেই ল্যাপটপটির অগ্রিম বুকিং নিতে শুরু করবে মাইক্রোসফট।
আর এ মাসের ২৬ তারিখ থেকেই ল্যাপটপটি হাতে পাওয়া যাবে। অত্যাধুনিক এই ল্যাপটপটি কিনতে চাইলে গুণতে হবে ১,৪৯৯ ডলার বা টাকার হিসেবে প্রায় ১ লাখ ১৭ হাজার টাকা।