বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার আর উন্মুক্ত নিলাম হবে না। তার বদলে তৃতীয় আসরে ‘প্লেয়ার বাই চয়েস’ পদ্ধতি চালুর পক্ষে প্রতিযোগিতার গভর্নিং কাউন্সিল। আগামী ৩১ অক্টোবর হতে পারে এই লটারি।
বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ জানান, স্থানীয় খেলোয়াড়দের মধ্যে যারা আইকন হবেন তাদের মূল্য হবে ৩৫ লাখ টাকা।
সোমবার বিপিএল গর্ভনিংস কাউন্সিলের সভা শেষে আফজালুর রহমান সিনহা জানান, তাদের কিছু প্রস্তাবনা রয়েছে, সেগুলো অনুমোদনের জন্য বুধবারের বোর্ড সভায় তুলবেন।
ফাইল ছবি
“লটারির তারিখ, টিকেটের রেট, বিদেশি খেলোয়াড়দের মূল্য এবং গ্রেড, দেশি ক্রিকেটারদের মূল্য ও গ্রেড নিয়ে সভায় আলোচনা হয়েছে। এ ছাড়া একটি টেকনিক্যাল কমিটি গঠন করতে হবে। কারণ, বিপিএলে টেকনিক্যাল অনেক কিছু থাকে। এই কমিটিটি সাত তারিখেই হবে।”
গভর্নিং কাউন্সিলের প্রধান আফজালুর রহমান জানান, ৩১ অক্টোবর খেলোয়াড়দের লটারি আয়োজন করার সম্ভাবনা রয়েছে।
“বিদেশি খেলোয়াড়দের সর্বোচ্চ দাম হবে ৭০ হাজার ডলার, সর্বনিম্ন ৩০ হাজার ডলার। স্থানীয় খেলোয়াড়দের সর্বোচ্চ ৩৫ লাখ, সর্বনিম্ন পাঁচ লাখ টাকা। আমরা এগুলো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানিয়ে দিব।”