Entertainment & Discussions > Football
কলকাতায় পেলে
(1/1)
Anuz:
৩৮ বছর পর কলকাতা এসেছেন ফুটবল কিংবদন্তি পেলে। ১৯৭৭ সালে প্রথমবার এসেছিলেন সে সময়ের ক্লাব নিউইয়র্ক কসমসের সঙ্গী হয়ে। এবারের সফরের তিন দিনে ভারতের ক্রীড়া ও বিনোদনজগতের রথী-মহারথীদের সঙ্গে সাক্ষাৎ করবেন ৭৮ বছর বয়সী ব্রাজিলিয়ান। এঁদের মধ্যে রয়েছেন সৌরভ গাঙ্গুলী ও এ আর রহমানও। যুবভারতী স্টেডিয়ামে গিয়ে ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ তো দেখবেনই, মহালয়ার দিন যাওয়ার কথা দুর্গাপূজা দেখতেও। পেলের রসনাতৃপ্তির জন্য রাখা হয়েছে ভাপা ইলিশ, চিংড়ির মালাইকারি, শিম ও ভাতের মতো বাঙালি খাবার.
Navigation
[0] Message Index
Go to full version