Science & Information Technology > Life Science

কীভাবে এল বৈদ্যুতিক রেল যোগাযোগ !

(1/1)

Lazminur Alam:
যুক্তরাষ্ট্রের বাল্টিমোর থেকে ওহাইওতে সাড়ে পাঁচ কিলোমিটার রেলপথ ছিল বাল্টিমোর শহর ও মেরিল্যান্ডের মধ্য দিয়ে। কয়লার ইঞ্জিনের ট্রেন এই শহরের অধিবাসীদের বিরক্তির কারণই হয়ে উঠেছিল। বাল্টিমোর ও মেরিল্যান্ডের অধিবাসীদের স্বস্তি দিতে ওই সাড়ে পাঁচ কিলোমিটার রেলপথের জন্য প্রথমবারের মতো বৈদ্যুতিক রেলব্যবস্থার কথা ভাবা হয়েছিল। সেটা ১৮৯৫ সালের কথা। রেললাইন থেকে কিছুটা ওপরে সরাসরি বিদ্যুৎ লাইনের মাধ্যমে এই বৈদ্যুতিক রেলব্যবস্থা চালু করার কাজটি করেছিল বিখ্যাত জেনারেল ইলেকট্রিক কোম্পানি (জিইসি)। বাল্টিমোর-ওহাইও রেলপথের বিদ্যুতায়ন পৃথিবীর সামনে খুলে দিয়েছিল দ্রুতগতির বৈদ্যুতিক রেল যোগাযোগের দুয়ার।




http://www.prothom-alo.com/pachmisheli/article/656923/বৈদ্যুতিক-রেল-যোগাযোগ

Navigation

[0] Message Index

Go to full version