কোনটির গতি বেশি গুগল ক্রোম নাকি মাইক্রোসফট এজ? প্রশ্নটির উত্তর জানতে দুটি ব্রাউজারেই বেশ কিছু সংখ্যক ‘মানদণ্ড’ নিয়ে পরীক্ষা চালিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল।
এক প্রতিবেদনে ম্যাশএবল জানিয়েছে, ২.২ গিগাহার্টজ ইন্টেল কোর আই৫ প্রসেসর ও ৮ গিগাবাইট র্যাম ক্ষমতাসম্পন্ন এইচপি স্পেকটার এক্স৩৬০ ল্যাপটপে এজ ও ক্রোম ব্রাউজার দুটি পরীক্ষা করা হয়।
প্রতিটি পরীক্ষা তিনবার করার পর গড় হিসাব করে ফলাফল নির্ণয় করা হয়েছে এবং পরীক্ষা চলাকালীন কোনো ব্রাউজারেই কোনো এক্সটেনশন ছিল না বলেই জানিয়েছে ম্যাশএবল।
ব্রাউজার দুটির মধ্যে কোনটির রেন্ডারিং ক্ষমতা ভালো, সেটি জানতে প্রথমে জাভাস্ক্রিপ্ট মানদন্ড ‘পিসকিপার’-এর মাধ্যমে পরীক্ষা চালানো হয়। গড় ফলাফলে দেখা যায়, এ ব্যাপারে এজের চেয়ে এগিয়ে আছে ক্রোম। অন্যদিকে দ্বিতীয় আরেকটি জাভাস্ক্রিপ্ট মানদন্ড সানস্পাইডার-এর পরীক্ষায় এগিয়ে আছে মাইক্রোসফট এজ। উল্লেখ্য, অ্যাপল ওয়েবকিট টিমের তৈরি সানস্পাইডার শুধু জাভাস্ক্রিপ্ট এনক্রিপশন পরীক্ষা করে থাকে।
এ ছাড়াও দুটি ওয়েব ব্রাউজারেই ম্যাশএবল, ফেইসবুক এবং নিউইয়র্ক টাইমস ডটকমের ওয়েবপেইজ লোড করে সময় পরিমাপ করা হয় এবং পরীক্ষায় দেখা যায়, এজের চেয়ে দ্রুত পেইজ লোড করতে পারছে ক্রোম। তবে ম্যাশএবল জানিয়েছে, ওয়েব পেইজ লোডিংয়ে দুটি ব্রাউজারের মধ্যে সময়ের ব্যবধান এতোটাই সূক্ষ যে ব্যবহারকারীদের চোখে বিষয়টি ধরা পড়বে না।