IT Help Desk > Internet

কর্মীদের শেয়ার দিলেন টুইটার প্রধান

(1/2) > >>

Ishtiaque Ahmad:


ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দান করা এই শেয়ারের মোট মূল্য ১৯ কোটি ৭০ লাখ ডলার। ‘নিজেদের লোকদেরকে সরাসরি বিনিয়োগ করার উদ্দেশ্যে’ এই পদক্ষেপ নেওয়া বলে জানিয়েছেন ডরসি। শেষ সপ্তাহে ৩৩৬ জন কর্মীকে ছাটাঁইয়ের পর এমন পদক্ষেপ নিল প্রতিষ্ঠানটি।

মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, নিজের এক টুইটে ডরসি বলেন, “ছোটো কিছুর বড় অংশ হতে চাওয়ার চেয়ে আমি বড় কিছুর ছোট অংশ হতে চাই। আমি বিশ্বাস করি আমরা টুইটারকে বড় বানাতে পারব।” তবে, কোনো কর্মীকেই এই বাড়তি শেয়ার সরাসরি দেওয়া হবে না।

শেষ সপ্তাহে সাবেক মাইক্রোসফট প্রধান স্টিভ বলমার টুইটারের ৪ শতাংশ শেয়ার কিনে নেন।

এর আগে, নিজের আরেক প্রতিষ্ঠান স্কয়ারের ৪ কোটি শেয়ার দান করে দেন ডরসি। যার মধ্যে ইতোমধ্যেই দেড় কোটি শেয়ার শিল্পী, সঙ্গীত শিল্পী বা স্থানীয় ব্যবসা চালু করতে চায় এমন ব্যাক্তিদের সহায়তাকারী তহবিলে দান করা হয়েছে।

shafayet:
 :)

itpc:
Nice post

Nujhat Anjum:
Informative information.

shalauddin.ns:
great initiative.

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version