Religion & Belief (Alor Pothay) > Islam

মুহাররম ও আশুরার শোক পালনের ক্ষেত্রে শরীরকে রক্তাক্ত করা হারাম!

(1/1)

Karim Sarker(Sohel):
 ইরানের সর্বোচ্চ শীয়া নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনীই ফতোয়া দিলেন মুহাররম ও আশুরার শোক পালনের ক্ষেত্রে শরীরকে রক্তাক্ত করা হারাম! এমনকি গোপনে এ কাজ করতেও নিষেধ করেছেন তিনি। তিনি বলেন এ ধরনের কাজ শোক-প্রকাশ নয় বরং শোক-প্রকাশের ধ্বংস সাধন। এ ছাড়া পোশাক খুলে বা খালি গায়ে শোক প্রকাশ করারও বিরোধিতা করেন তিনি। আর এ বিষয়টি মুহাররমের পবিত্রতা ও শোক-প্রকাশকারীদের সম্পর্কে নানা নেতিবাচক ধারণা সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তিনি ।

এ ধরনের অপতৎপরতার ফলে ইসলামের শত্রুরা এই মহান ধর্ম সম্পর্কে নানা ধরনের অপপ্রচার চালানোর সুযোগ নিচ্ছে বলে ইরানের শীর্ষস্থানীয় অন্যান্য আলেমরা মনে করেন , তাই তারা শোক-প্রকাশের ক্ষেত্রে এসব বাড়াবাড়ি পরিহার করতে শীয়াদের সতর্ক করে আসছেন।

যারা কারবালার শোকাবহ ঘটনার জন্য শোক প্রকাশ করতে চান, তারা অপাত্রে রক্ত অপচয় না করে রোগিদের জন্য হাসপাতালে রক্ত দান করলে অনেক সাওয়াবের অধিকারী হবেন বলেও ইরানি আলেমসমাজ মনে করেন।

সূত্র- আইআরআইবি।

Navigation

[0] Message Index

Go to full version