Career Development Centre (CDC) > Bangladesh Civil Service-BCS
বিসিএস চিরকুট
(1/1)
myforum2015:
----------------------------
ভারত -পাকিস্তান মধ্যে যুদ্ধ হয় ৪বার
--------------------------------
১। ১৯৪৭-১৯৪৮
২। ১৯৬৫
৩।১৯৭১(৩-৬ ডি: )
৪।১৯৯৯ (কারগিল যুদ্ধ)
।
আরব-ইসরাইল যুদ্ধ হয় ৪বার
----------------------------------
১। ১৯৪৯সালে । ইসরাইল জয়ী। ইসরাইল রাষ্ট্রের জন্ম।
।
২।১৯৫৬। মিশর সুয়েজখাল দখল করে।
।
৩।১৯৬৭। ৬দিনের যুদ্ধ। ইসরাইল জয়ী । ইসরাইল মিশরের গাজা, সিনাই উপদ্বীপ , সিরিয়ার গোলান মালভুমি ও জর্ডানের পশ্চিম তীর দখল করে নেয়।
।
৪। ১৯৭৩।যুক্তরাষ্ট্রসহ ইসরাইলের সহযোগী দেশেতেল নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ফলে তেলের দাম বৃদ্ধি পায়। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরাইল সিনাই উপত্যকা ও গোলান মালভূমি থেকে সৈন্য প্রত্যাহারের অঙ্গীকার করলে ওপেক ১৯৭৪ সালের মার্চ মাসে তেল নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়।
Anuz:
Informative post.............. :)
Navigation
[0] Message Index
Go to full version